Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

এক বিস্ফোরক আত্মজীবনী ‘গোল’ - সুভাষ ভৌমিক

banner

#Pravati Sangbad Digital Desk:

সুভাষ ভৌমিক একজন ভারতীয় ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তাঁর খেলার কেরিয়ারে, তিনি কলকাতার ফুটবল, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের "বিগ টু" এর প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। পশ্চিমবঙ্গের ফুটবল অঙ্গনে তিনি ভোম্বল নামেও পরিচিত ছিলেন। 
বিশিষ্ট খেলোয়াড় এবং কোচ সুভাষ ভৌমিকের আত্মজীবনী বুধবার প্রাক্তন ভারতীয় ফুটবল গ্রেট শ্যাম থাপা প্রকাশ করেছেন। সুভাষ ভৌমিক, যিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং অবশেষে কোভিড-১৯ সংক্রমণের সাথে যুদ্ধে হেরে গিয়েছিলেন। বিখ্যাত ফুটবলার সুভাষ ভৌমিক ২২শে জানুয়ারী ২০২২সালে ৭১ বছর বয়সে একবালপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবচেয়ে দুঃখের বিষয় হল ইস্ট বেঙ্গল ক্লাবে বইটির পরিকল্পিত প্রকাশের এক সপ্তাহ আগেই ২২শে জানুয়ারী তিনি মারা যান।
শ্যাম থাপা, যিনি ভারতীয় দলে সুভাষ ভৌমিকের সতীর্থ ছিলেন ,১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ফুটবল ব্রোঞ্জ জিতেছিল, সেই নির্ভীক গুণাবলী বর্ণনা করেছিলেন যা সুভাষ ভৌমিককে অনেক অনুষ্ঠানে গেম চেঞ্জার করে তুলেছিল। সুভাষ ভৌমিক ছিলেন তাঁর অনুপ্রেরণা।

সুভাষ ভৌমিকের আত্মজীবনী লঞ্চ,হয়েছে বুধবার। দীপ প্রকাশন এর নিবেদনায় বুধবার বইটি লঞ্চের সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল, অভিনেতা দেবশঙ্কর হালদারের মতো বিশিষ্ট মানুষজন। ‘গোল’ নামক এই আত্মজীবনীতে তাঁর মরণোত্তর স্মৃতিকে তুলে ধরে। ‘গোল’ নামের বইটি একটি উপাখ্যানমূলক শৈলীতে লেখা হয়েছে যেখানে সুভাষ ভৌমিককে বিভিন্ন স্তরে - যেমন ক্লাব, রাজ্য বা দেশ হতে পারে এমন বিখ্যাত জয়ের সাথে সম্পর্কিত অনেক অজানা ঘটনাকে প্রকাশ করে।
২৫১ পৃষ্ঠার আত্মজীবনী, যা সাংবাদিক সুপ্রিয় মুখোপাধ্যায়ের সহ-লেখক, বাংলা ভাষায় লেখা এমনকি এতে সুভাষ ভৌমিকের রঙিন জীবনের একটুকরো ঝলকও রয়েছে, যিনি খ্যাতি এবং বিতর্ককে সমানভাবে গ্রহণ করেছিলন।
দীপ প্রকাশন যিনি সম্প্রতি গায়ক রুপম ইসলামের লেখা উপন্যাস ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ বইটি প্রকাশ করতে সাহায্য করেছিলেন ,এখন সুভাষ ভৌমিকের আত্মজীবনী প্রকাশের দায়িত্বও তিনি নিয়েছেন।  প্রকাশিত বইটির মূল্য ২৭০ টাকা রাখা হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ওনার আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেন। ভারতীয় ক্রীড়াজগতে ওনার অবদান সত্যি অনস্বীকার্য।

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News