মাধ্যমিকের খাতা নিয়ে বিভ্রান্তি : চিন্তায় পড়ুয়ারা

banner

#Pravati Sangbad Digital Desk:

কয়েকদিন হল শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অতিমারির পর এই প্রথম অফলাইনেই মাধ্যমিক পরীক্ষা হল। কিন্তু পরীক্ষার শেষে কয়েক দিনের মধ্যেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মাধ্যমিক পরীক্ষাই নাকি বাতিল হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখা যাচ্ছে মাধ্যমিকের একটি নোটিশ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১২লক্ষ। পরীক্ষার জন্য প্রধান কেন্দ্রের সংখ্যা ছিল ১হাজার ৪৩৫টি এবং উপকেন্দ্রের সংখ্যা ছিল ২হাজার ৭৫৯টি। করোনা বিধি মেনে পরীক্ষা হলেও সেই পরীক্ষার ফলাফল সব পরীক্ষার্থীদের জন্য ভালো নাও হতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরীক্ষকদের কথায়। মাধ্যমিক পরীক্ষা উঠে যাবে!


এখনও উচ্চমাধ্যমিক শুরু হয়নি জোরকদমে চলছে পরীক্ষা প্রস্তুতি। যদিও এবছর বেশ কিছু কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পালটে গেছে, এর পরই তারা আবার পরিবর্তিত রুটিনও পেয়ে গেছে। আর অন্যদিকে মাধ্যমিক দিয়ে ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন পরীক্ষার্থীরা। এরই মধ্যে এই নোটিশ ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আসুন এই বিয়য়ের সত্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রেস রিজিল করে বিবৃতি দিয়েছে। সম্পাদক সুকুমার পাইন জানান, “এই পরিস্থিতির জন্য কিন্তু পরীক্ষার্থীদের দিকে আঙ্গুল তোলা যাবে না। স্কুল গুলো পঠন-পাঠনের জন্য একটু আগে খুলতে পারত। মাধ্যমিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া যেতে পারত। তা হলে এমন হাল হত না। পরীক্ষার্থীরা কিছুটা সময় পেত”।

Journalist Name : Debopriya Banerjee

Related News