চীনের রংধনু পাহাড়

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রকৃতি বড়ই রহস্যময়। রহস্যে ঘেরা এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের বিচিত্র সব উপাদান। চীনের এই রেইনবো পর্বতমালা বিশ্বের একটি অন্যতম ভূতাত্ত্বিক বিস্ময়। ঝাংয়ে দাংজিয়া ন্যাশনাল পার্কটি চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত। উইকিপিডিয়ার তথ্য মতে গানসু প্রদেশে ১২৪বর্গমাইল জায়গা জুড়ে পার্কটি অবস্থিত। ঝাংয়ে দাংজিয়া মূলত এর অসাধারণ সব রঙিন শিলার জন্য পরিচিত। আমাদের এশিয়া মহাদেশেই এমন এক পাহাড় আছে, যাকে রংধনুর পাহাড় বললে একেবারেই ভুল হবে না। পাহাড়টির নাম ‘দাংজিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফিকাল পার্ক’। ২০১২ সালের ২৩ শে এপ্রিল স্থানটি অর্ধ-জাতীয় জিওপার্কে পরিণত হয়। গ্রহণযোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০১৬ সালের ১৬ জুন স্থানটিকে আনুষ্ঠানিকভাবে ভূমি ও সম্পদ মন্ত্রণালয় দ্বারা ‘ঝাংয়ে ন্যাশনাল জিওপার্ক’ নামকরণ করা হয়। ২০০৫ সালে চীনের ৩৪টি গণমাধ্যম রঙিন শিলা গঠনের জন্য খ্যাত এই স্থানটিকে চীনের অন্যতম সুন্দর ল্যান্ডফর্ম হিসেবে ভোট করে। ২০০৯ সালে ‘চাইনিজ ন্যাশনাল জিওগ্রাফি’ ম্যাগাজিন ঝাংয়ে দাংজিয়া’কে ছয়টি সর্বাধিক সুন্দর ল্যান্ডফর্ম গুলোর মধ্যে একটি হিসেবে বেছে নেয়। এই রেনবো পর্বতমালা জুড়ে থাকা রংগুলো আকর্ষণীয় প্রকরণ ঘটায়। কিভাবে রেনবো পর্বতমালা গঠিত হয় তার একটি ধারণা পেলেন। এবার আমরা কিভাবে এই রঙ দেখতে পাই একটু আলোচনা করা যাক। ত্বরান্বিত ভূগর্ভস্থ বেলেপাথর শস্য মাধ্যমে চলে আসে এবং শস্য মধ্যবর্তী খনিজ ট্রেসে পরিণত হয়। এই প্রক্রিয়া বিশ্বজুড়ে বেলেপাথর এর পারলৌকিক রং জন্য অনুমতি দেয়! এই পর্বতের বেলেপাথরের প্রাথমিক রঙ গভীর লাল। লাল রঙের বেলেপাথরের মধ্যে, একটি আয়রন অক্সাইড লেপ সংযোজন আছে। যা মূল্যবান আকরিক লৌহবিশেষ নামেও পরিচিত।

রেইনবো মাউন্টেন পৃথিবীর সর্বোচ্চ ১০টি জিওলজিকাল আশ্চর্যের মধ্যে একটি। বৈজ্ঞানিকরা মনে করেন যে রেইনবো মাউন্টেন হিমালয় পর্বতের থেকেও পুরনো পর্বত। এই পর্বত ক্রিটেশিয়াস স্যান্ড স্টোন ও সিল্ট স্টোন দ্বারা গঠিত হয়েছে। এই পর্বতটি যে বালি এবং শিলা দিয়ে গঠিত হয়েছে তাতে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেল ছিল।  রেইনবো পাহাড় উৎপত্তি সময় ছিল সমান এবং সাধারন একটি পাহাড়। কিন্তু ৫৫মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে পাহাড়ের নীচের অর্ধেক অংশ অন্য অংশের অপরে চলে আসে। যেহেতু উৎপত্তির সময় থেকেই এই পর্বতের ভিতরের আংশ রঙিন ছিল সেই কারনে এই ঘর্ষণের ফলে নিচের রঙিন অংশ ওপরে চলে আসে যা আজকের রেনবো মাউন্টেনের রূপ নেয়। চীনের এই পর্বতমালা পৃথিবীর একমাত্র রঙিন পাহাড় নয়, ব্রিটিশ কলম্বিয়াতে এমন পর্বত রয়েছে যেখানে সেগুলি গঠিত হয়েছে আগ্নেয়গিরির প্রকৃতি এবং প্রকৃতির উপাদান এবং বিচ্ছুরণের ফলে । ব্রিটিশ কলম্বিয়াতে এ পর্বতমালা স্পেকট্রাম রেঞ্জ নামে পরিচিত। উত্তর আমেরিকায়ও এই ধরনের রঙিন পাহাড় রয়েছে। চীনসহ আমেরিকার আরিজনা, পেরু, আইসল্যান্ডে এ ধরনের পাহাড় লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে থাকে।

Journalist Name : Aankhi Banerjee

Related News