ইঞ্জিনিয়ারিং কোর্স এবার অঙ্ক ছাড়াই : প্রয়োজন নেই কেমিস্ট্রিরও

banner

#Pravati Sangbad Digital Desk:

অনেকে মনে করেন ইঞ্জানিয়ারিংয়ের ভিত্তিই হল অঙ্ক। কিন্তু বেশিরভাগ পড়ুয়াই অংকের আতঙ্কে ভোগেন। আবার এই পড়ুয়াদের অধিকাংশই চায় ইঞ্জিনিয়ারিং পড়তে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অংক নিয়ে পড়াশোনা করা বাধ্যতামূলক। শুধু অংকের ভীতির কারণে অনেকে ইচ্ছে থাকলেও ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন না। এ ধরনের ছাত্রদের জন্য সুখবর শোনাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। কাউন্সিল এদিন জানিয়েছে, এখন অংক ছাড়াই ইঞ্জিনিয়ারিংয়ের এক-তৃতীয়াংশ কোর্স করা যাবে। বায়োটেকনোলজি, ফ্যাশন টেকনোলজি, আর্কিটেকচারের মত বিষয় পড়ার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে অংক না থাকলেও চলবে। এদিন আসন্ন শিক্ষাবর্ষের নতুন নির্দেশিকা সম্পর্কেও জানিয়েছে কাউন্সিল। সেখানেই জানানো হয়েছে, বিজ্ঞানের কিছু কিছু বিষয়ে অংক ছাড়া কেমিস্ট্রি ও বাধ্যতামূলক থাকবে না। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মত কয়েকটি কোর্স পড়ার জন্য দ্বাদশ শ্রেণিতে কেমিস্ট্রি বা রসায়ন না থাকলেও চলবে।

বর্তমানে ইন্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ২৯টি কোর্স রয়েছে। যার মধ্যে ১০টি কোর্সের ক্ষেত্রে অংক বাধ্যতামূলক নয় বলে জানাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ডিপ্লোমা কোর্সগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়োলজি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচারের মত ১৪টি বিষয়ের মধ্যে দ্বাদশ শ্রেণিতে যেকোনও একটি পড়লেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে পড়ুয়ারা। তবে কাউন্সিলের এই সিদ্ধান্তকে সকলেই যে স্বাগত জানিয়েছে তা নয়। শিক্ষাবিদরা অনেকেই বলেছেন, এতে পড়াশোনার মান খারাপ হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তাদের শিক্ষার মানও যথোপযুক্ত হবে না। 

Journalist Name : Debopriya Banerjee

Related News