Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

ব্রাত্য লতা ও বাপি গ্র্যামি মঞ্চে!

banner

#Pravati Sangbad Digital Desk:

অস্কার অর্জন করার পর বর্তমানে ৬৪তম গ্র্যামীর মঞ্চেও লতা মঙ্গেসকার ও বাপ্পি লাহিড়ী ব্রাত্য থাকলেন। এমনকি বিশ্বের বিশ্ব সঙ্গীতের 'ইন মেমোরিয়াম' বিভাগের শ্রেষ্ঠ পুরস্কার মঞ্চে বাপি লাহিড়ীর নাম গেল বাদ। ফলস্বরূপ, গোটা ভারতে তাদের অনুরাগীরা ভীষণভাবে রেগে গেছেন। এমনকি এই দুই কিংবদন্তি গ্র্যামীর ওয়েবসাইটেও নাম নেই। সম্প্রতি, সোমবার সকালেই গ্র্যামির আসর বসেছিল লাস ভেগাসে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিপক্ষকে ঘিরে কটাক্ষ শুরু হয়ে যায় যখন দেখা যায় মঞ্চে এই প্রয়াত দুই কিংবদন্তিক শিল্পীকে শুধুমাত্র স্মরণ করা হয়। এই ব্যাপার নিয়ে কটাক্ষ করে প্রতিক্রিয়া করতে শুরু করে। আবার একটি ভিডিও বার্তায় গ্র্যামির মঞ্চে দেশবাসীদের জন্য সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অপরদিকে সমস্ত উপমহাদেশই এই মঞ্চে আলোয় আলোকিত হয়েছে। সেরা শিশু অ্যালবাম বিভাগে পুরস্কার অর্জন করেছেন প্রবাসী ভারতীয় সংগীতশিল্পী ফাল্গুনী শাহ। তার এই 'আ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামটি সবচেয়ে সেরা ও সকলের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি মঞ্চে সেরা নিউ এজ অ্যালবাম বিভাগের পুরস্কার অর্জন করলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বেঙ্গালুরু নিবাসী রিকি কেজ। অপরদিকে, বংশোদ্ভুত পাকিস্তানি মার্কিন সঙ্গীতশিল্পী আরুজ আফতার তার 'মহব্বত' গানটির জন্য সেরা গ্লোবাল মিউজিক বিভাগে এই মঞ্চে পুরস্কৃত অর্জন করেছেন। ভারতীয় বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান দর্শক আসনে তার ছেলে আমিনকে নিয়ে গ্র্যামি মঞ্চে উপস্থিত ছিলেন।
এবার একঝলকে গ্র্যামি অ্যাওয়ার্ডের বিজয়ীদের দেখে নেওয়া যাক
অ্যালবাম অফ দ্য ইয়ারে বিজয়ী হয়েছেন জন বাতিস্তে, 'উই আর' এর জন্য।
'লিভ দ্য ডোর ওপেন'এর জন্য বিজয়ী হয়েছেন সিল্ক সোনিক।
নতুন শিল্পী হিসেবে সেরা সেরা পুরস্কার অর্জন করেছেন অলিভিয়া রডরিগো।
বছরের সেরা গান গাওয়ার জন্য পুরস্কার অর্জন করেছেন 'লিভ দা ডোর ওপেন' এর জন্য ব্র্যান্ডন এন্ডারসন।
পপ ভোকাল অ্যালবামে পুরস্কৃত হয়েছেন 'লাভ ফর সেল' এর জন্য লেডি গাগা ও টনি বেনেট।

ইলেকট্রনিক রেকর্ডিং এবং সেরা ডান্স করার জন্য
রুফুস ডো সোল ও জ্যাসন এভিসন 'অ্যালাইভে'র জন্য পুরস্কৃত হয়েছেন।
টেলর ইগষ্টী বিজয়ী হয়েছেন 'ট্রি ফলস' এর জন্য।
একক পপ পারফর্মেন্সে ড্রাইভারস্ লাইসেন্স এর জন্য সেরা হয়েছেন অলিভিয়া রডরিগো।
রক পারফরম্যান্সে পুরস্কৃত হয়েছেন বহুজন - এসি/ডিসি, ব্ল্যাক পিউমাস, ডেফটনস, ক্রিস কর্নেল।
সেরা রক গানের জন্য পুরস্কৃত ক্রিস সিফলেট, র্যামি জাফি, ন্যাটে মেন্ডেল।
সেরা মেটাল পারফরম্যান্সে 'দ্য এলিয়েন' এর জন্য পুরস্কৃত হয়েছেন ড্রিম থিয়েটর।
সেরা রক অ্যালবাম হিসেবে বিজয়ী হয়েছেন ফু ফাইটার।
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম এর জন্য পুরস্কৃত হয়েছেন সেন্ট ভিনসেন্ট।
অ্যান্ড বি পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন সিল্ক সোনিক ও জ্যাসমিন সুল্লিভান।
'হ্যারিকেন' নামক মেডোলিক রেপ গানের জন্য পুরস্কৃত হয়েছেন লিটল বেবি।
এছাড়া আরও অনেককেই বিভিন্ন গানের জন্য পুরস্কৃত হয়েছেন। 
সেরা গ্রুপ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছে ব্রাদার্স অসবার্নে।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News