গরমের হাত থেকে বাঁচতে মর্নিং স্কুল খোলার দাবী শিক্ষাদফতরের

banner

#Pravati Sangbad Digital Desk:

গরমের তাবদহে ফুটছে রাজ্য। তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। প্রত্যেহ তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি কাছাকাছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি। অনেক জায়গায় ৪০ ডিগ্রিও ছাড়িয়েগেছে। এসময় রাস্তায় বেরোনোর প্রায় অসম্ভব। গরুমে নাভিশ্বাস বেড়েছে বাংলায়। এসময় স্কুল ছুটির দাবী জানিয়েছে শিক্ষক শিক্ষিকারা। এহেন গরমের হাত থেকে বাঁচতে গরমের ছুটি এগিয়ে আনার দাবী উঠেছে রাজের সর্বত্র।
কিন্তু এতদিন পর খুলেছে স্কুল, শুরু হয়েছে পঠন পাঠন। এসময় আবার স্কুল বন্ধ হলে যথাসম্ভব ক্ষতি হতে পারে পড়াশোনার। সেজন্য স্কুল খোলা রেখে পঠন পাঠন এগিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে রাজের শিক্ষাদফতর। তবে এক্ষেত্রে মর্নিং স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে।
গরুমে পড়ুয়ারা যাতে সুস্থ ভাবে স্কুলে এসে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব স্তরেই মর্নিং স্কুল চালু করতে হবে, সংশ্লিষ্ট নির্দেশিখায় তা জানানো হয়েছে। পড়াশোনা, ও সব ক্লাস যাতে সময় মতো নেওয়া যায় তার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। তবে কবে থেকে এই মর্নিং স্কুল চালু হবে তা এখনও জানানো হয়নি। এক্ষেত্রে কোনো স্কুল যদি মর্নিং এ চালু করতে না পারে তাহলে গরম থেকে পড়ুয়াদের রক্ষা করতে কী ব্যবস্থা নেওয়া হবে তা স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে বলে জানানো হয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। 

তবে গরুমের ছুটি এগিয়ে আনার দাবী জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাঁদের দাবী, এই তীব্র গরমে হাঁসফাঁস করছে পড়ুয়ারা, এরই মধ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এসময় অসুস্থ হয়ে পড়ছে অনেক পরীক্ষার্থী থেকে পড়ুয়ারা। কোনো কোনো জায়গায় স্কুল চলাকালীন লোডশেডিং হয়ে যাচ্ছে। পানীয় জলের ঘাটতিও দেখা দিয়েছে বিভিন্ন স্কুলে। শরীরে জলের ঘাটতি ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিছে বিভিন্ন স্কুলে।
এসমস্ত ঘটনা ও দাবী ওঠার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কনফারেন্স মিটিং এ জানিয়েছেন, " এই নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে  পুরো পরিস্থিতি জানাবো। "  

Journalist Name : Sayani Chatterjee

Related News