বেসরকারি স্কুলগুলিকে দ্রুত অফলাইন পঠন-পাঠন বন্ধ করতে নির্দেশ রাজ্য শিক্ষা দপ্তরের

banner

#Pravati Sangbad Digital Desk:

সবে কিছু দিন হল করোনা মহামারি কাটিয়ে ফের স্কুল মুখী হয়েছে পড়ুয়ারা, দীর্ঘ দুই বছরের কাছাকাছি তালা লেগেছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে, কিন্তু মাস খানেক ধরে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। কচিকাঁচাদের কলরবে আবার প্রাণ ফিরে পেয়েছে স্কুল বাড়িগুলি। কিন্তু তাতেও যেন শান্তি নেই, এপ্রিলের শুরু থেকেই  আস্তে আস্তে সূর্য নিজের তেজ বাড়াচ্ছিল, আর এপ্রিল শেষ হতে না হতেই সেই তাপ চরমে ওঠে। তীব্র দাবদহে হাঁসফাঁস করতে শুরু করে খুদে পড়ুয়া থেকে ইউনিভার্সিটি পড়ুয়ারা, তাই পড়ুয়াদের কথা বিবেচনা করা রাজ্য সরকার তড়িঘড়ি গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে, ২১শে মে এর বদলে ২শরা মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি পরে যায়, খুব স্বাভাবিক ভাবেই পঠন পাঠন আবার বন্ধ হয়ে পরে, আর তাতেই বাঁধ সাজে।
অভিবাবকদের দাবি এত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশুদের মানসিক এবং শিক্ষার বিপুল ক্ষতি হয়েছে, তাই স্কুল বন্ধ করার আর দরকার নেই। অভিবাবকদের দাবিতে অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের পঠন পাঠন স্বাভাবিক রাখতে বাধ্য হয়েছিল। কিন্তু এবার সরকারি নির্দেশ অমান্য করে অফলাইন পঠন পাঠন বন্ধ করতে করা রাজ্য শিক্ষা দপ্তর।
বিকাশ ভবনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশ অমান্য করে অফলাইন পঠন পাঠন চালানো যাবে না, তবে বিকাশ ভবনের তরফ থেকে অনলাইন পঠন পাঠনের জন্য বলা হয়েছে। বেসরকারি স্কুলগুলির দাবি, এত দিন স্কুল বন্ধ থাকার পরে ফের যদি স্কুল বন্ধ করে দেওয়া হউয় তাহলে পড়াশোনার প্রতি বাচ্চাদের ভালোবাসা জন্মাবে না, বরং তারা আবার মানসিক অবসাদে ভুগতে শুরু করবে, কিন্তু বেসরকারি স্কুলগুলির এই বক্তব্যে কান দিতে নারাজ বিকাশ ভবন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News