দেখা দিলো নতুন রোগের সংক্রমণ, নাম মাঙ্কি পক্স

banner

#Pravati Sangbad Digital Desk:

হঠাৎ কি আপনার জ্বর, খিচুনি, গোটা গায়ে ব্যথা? হতে পারে মাঙ্কি পক্স। ইংল্যান্ডে উদ্ভব হলো এক নতুন রোগের নাম মাঙ্কি পক্স। আফ্রিকাতে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে এবং আফ্রিকাতে কোন সংক্রমিত প্রাণীর কাছাকাছি কোন মানব গেলেই হয়েছে এই সংক্রমণ। জানা যাচ্ছে এটি স্মল পক্সের অপর একটি ভার্সন। এই রোগে আক্রান্ত রোগীর জ্বর মাথাব্যথা শরীরে ব্যথা ঠান্ডা লাগা এবং ক্লান্তির উপসর্গ দেখা যায়। এসব ছাড়াও শরীরের অনেক অংশে ফুসকুড়ি বা ঘা-এর মতো হয় যা থাকে ব্যথায়। এই রোগটি স্থায়ী হয় 14 থেকে 21 দিন পর্যন্ত এবং অতটা গুরুতর নয়। যেসব ব্যক্তির এই রোগ হয় তাদের ব্যবহার করা জামা কাপড় জিনিসপত্র বিছানার চাদর এগুলি থেকে সংক্রমণ ছড়াতে পারে তাই এগুলো থেকে দূরে থাকা দরকার।
চিকিৎসক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে এটি ভাইরাল জুনেটিক সংক্রমণ এবং মাঙ্কি পক্স হলো একটি বিরল রোগ যা স্মল পক্স এর মতই। এই রোগ হলে দেহের ফুসকুড়ি দাঁড়াই তা চিহ্নিত করা হয়। এই রোগের ক্ষত গুলি পেরিফেরাল হতে থাকে। সংক্রমনের তিনদিন পর থেকে ফুসকুড়ি দেখা দেয় এবং মুখ থেকে শুরু করে এটি শরীরের অন্যান্য অংশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
এটি কোন পশু থেকে মানব আসে। কোন পশুর মাংস কম রান্না করে খেলেও এই রোগ হতে পারে। মানব থেকে মানবদেহে হওয়া সম্ভব নয় তবে তা হলেও হতে পারে এয়ার্ড্রপলেটের দ্বারা। তবে সংক্রমণ হওয়ার সাথে সাথে এর প্রতিরোধের উপায় আছে। যেমন কম রান্না করা মাংস খাওয়া যাবে না, যেসব রোগীর এই রোগ হয়েছে তাদের থেকে এড়িয়ে চলতে হবে, সংক্রমিত প্রাণীর কাছে যাওয়া যাবে না, বাড়ির লোকের এই রোগ হলে দেখভালের সময় পি.পি.ই পড়তে হবে। ডাক্তারদের পরামর্শ মতো 21 দিনের পর্যবেক্ষণে রোগ সেরে উঠতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

Journalist Name : Sagarika Chakraborty

Related News