আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে প্রয়োজনে মেয়রের চেয়ার ছেড়ে দেবো – ববি হাকিম

banner

#Pravati Sangbad Digital Desk:

পুর পরিষেবা নিয়ে কলকাতার নাগরিকরা যাতে নিজেদের অভাব অভিযোগ, দাবিদাওয়ার কথা সরাসরি মেয়রকে জানাতে পারেন, তার জন্য ফের ‘টক-টু-মেয়র’ অনুষ্ঠান শুরু করেন ফিরহাদ হাকিম। শনিবার সেই অনুষ্ঠানেই মেজাজ হারান কলকাতার মেয়র।

টক টু মেয়র - এ ফোন করার পরই নিকাশির অবস্থা দেখতে এলাকায় পুরসভার টিম

' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের এই উষ্মা প্রকাশ শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর।


পুর পরিষেবা নিয়ে কলকাতার নাগরিকরা যাতে নিজেদের অভাব অভিযোগ, দাবিদাওয়ার কথা সরাসরি মেয়রকে জানাতে পারেন, তার জন্য ফের ‘টক-টু-মেয়র’ অনুষ্ঠান শুরু করেন ফিরহাদ হাকিম। শনিবার সেই অনুষ্ঠানেই মেজাজ হারান কলকাতার মেয়র। আশ্বাসের পরেও কাজ বাস্তবায়িত না হলে, প্রয়োজনে মেয়রের চেয়ার ছেড়ে দেওয়ার কথা বললেন তিনি!  ' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের এই উষ্মা শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর।  মেয়রকে ফোন করেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্ত।  এর আগে আবাসনের নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে ফোন করেছিলেন তিনি।  তারপর মাসের পর মাস কেটে গেলেও এখনও এই অবস্থা।

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News