২০২৪ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরসা এখন সুনীল কানুগোলু

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৯ সালের লোকসভা ভোটে এ রাজ্যে বেশ ভালোই ফল করেছিলো ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে খানিকটা হলেও মুখ থুবড়ে পড়েছিল ঘাসফুল শিবির, সকলেই মনে করেছিলেন ২০২১ এর বিধানসভা ভোটে হয়তো সবুজ শুন্য হবে রাজ্য, ফুটবে পদ্ম, কিন্তু সেই সময় মাঠে নেমে মাস্টারস্ট্রোক দেয় প্রশান্ত কিশোর বা পিকে, ২০২১ এর বিধানসভা ভোটে কার্যত শিরদাঁড়া ভেঙ্গে যায় বঙ্গ বিজেপির, রাজ্যের বিধানসভা ভোটের আগে বলতে গেলে ডেলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর মতো হেভি ওয়েট নেতারা, কিন্তু তাতেও বিশেষ লাভ কিছু হয়নি। অনেকেই মনে করেন প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক হল বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প। প্রশান্ত কিশোর আদতে একজন ভোটকুশলী, যার ছোঁয়ায় মৃত গাছও প্রাণ ফিরে পায়, আর সেই আশায় তাকে দলের উপদেষ্টা করতে চেয়েছিলেন জাতীয় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, কিন্তু তিনি কংগ্রেসে যোগ দিতে নারাজ, তাই খানিকটা সিদ্ধান্তে বদল এনেই ২০২৪ এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে দলের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিয়েছেন সুনীল কানুগোলুর হাতে।

কিছুদিন আগেই উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট শেষ হতে, তাতে ভরাভুবি হয়েছে কংগ্রেসের, বিধানসভা শুন্য  হয়ে পড়েছে কংগ্রেস, এমন পরিস্থিতিতে সুনীলের হাত ধরেই নিজেদের ভবিষ্যৎ গড়তে চান কংগ্রেস সুপ্রিমো। জানা গিয়েছে ইতিমধ্যেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস, তৈরি করছে একের পর এক রণকৌশল, টাস্ক ফোর্সও গঠন করেছে কংগ্রেস, তাতে রয়েছেন জয়রাম রমেশ, পি চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালের মতো হেভিওয়েট নেতারা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি দখলের পেছনে সুনীল কানুগোলুর বিশেষ ভুমিকাও ছিল বলে জানা গিয়েছে, তবে প্রশান্ত কিশোরের দীর্ঘ দিনের সঙ্গী হলেও সুনীল কানুগোলু একে বারেই প্রচারের বিরুদ্ধে, তিনি তার ভোট কৌশল তৈরি করেন নিঃশব্দে। সম্প্রতি রাহুল গান্ধী গুজরাট এবং কর্ণাটকের কংগ্রেস নেতাদের সাথে বৈঠক করেছেন, জানা গিয়েছে সেই বৈঠকেও উপস্থিত ছিলেন সুনিল, জানা গিয়েছে সোনিয়া গান্ধীর তৈরি টাস্ক ফোর্স সপ্তাহে বেশ কয়েকবার বৈঠক করবে এবং সেই বৈঠকেই তৈরি হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News