বিদ্যুতের ঘাটতি মেটাতে নতুন দুটি সাবষ্টেশন চালুর ঘোষণা করলো ডাব্লিউ.বি.এস.ই.ডি.সি.এল

banner

#Pravati Sangabad Digital Desk:

বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মধ্যে অন্যতম একটি বিষয়, যার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় আধুনিক সমস্ত রকমের সুবিধা পেয়ে থাকি। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় কোন কোন জায়গাই যেই পরিমানে বিদ্যুৎ প্রয়োজন সেই পরিমানে সরবরাহ দিতে পারছে না বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা, সেই কারণে লো ভোল্টেজ বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা দেখা যায়, আবার কাছাকাছিতে শিল্প ক্ষেত্র থাকলেও অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ। যদিও বর্তমানে এই সমস্যার সমাধান আগের থেকে অনেকটাই হয়েছে,এখন ঝড় বৃষ্টি বা কোন বড়সড় প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সহজে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় না।
অন্যদিকে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে আয়োজিত করেছিল ডাব্লিউ.বি.এস.ই.ডি.সি.এল কনসিউমার সামিট প্রোগ্রাম, যাতে দুর্গাপুর এবং আসানসোলের ছোট বড় বিভিন্ন শিল্প কেন্দ্র এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় সমস্যা শোনা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার নিশীথ কুণ্ডু সাহু, চিফ ইঞ্জিনিয়ার অনিশ্চন্দ্র বীর সহ রাজ্য বিদ্যুৎ নিগমের অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুর এবং আসানসোলের ছোট এবং বড় শিল্প ক্ষেত্রগুলির বাণিজ্যিক বিদ্যুতের চাহিদা যথাযথ পূরণ করতে এবং আরও ভালো পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ২৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে জানা গিয়েছে। সেই সাথে আরও বলা হয়েছে অন্ডালে এবং জামুরিয়াতে দুটি সাবষ্টেশন চালুর কোথাও ঘোষণা করা হয়েছে। ঠিক একই ভাবে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর, বাণিজ্যিক সংযোগ যাদের রয়েছে অর্থাৎ কোন শিল্পক্ষেত্রে যদি কোন রকম বিদ্যুতের সমস্যা হয় তাহলে তারা নিজেদের সমস্যার কথা ৮৯০৭৯৭২৫৭ এর নম্বরে জানাতে পারবেন ওই বিশেষ সংস্থা কর্তৃপক্ষ।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: