পর্যাপ্ত পরিমাণ কয়লা আমদানির প্রয়াস কোল ইন্ডিয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্রমেই গভীর হচ্ছে কয়লা সঙ্কটের ক্ষত। গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে তত দেশে কয়লার ঘাটতি বৃদ্ধি পাচ্ছে । কয়লার জন্য তাপবিদ্যুত্‍ কেন্দ্রগুলি উত্‍পাদন না করতে পাড়ায় লোডশেডিং হচ্ছে রাজ্যে রাজ্যে তাই প্রথম দফাতে আমদানির লক্ষ্য ধরা হয়েছে ২৪ লক্ষ্য টন। আমদানির বরাত দিয়েছে ৭ টি রাজ্য, বিদ্যুত্‍ সংস্থা ও ১৯ টি স্বাধীন বিদ্যুত্‍ উত্‍পাদন সংস্থা। তার মধ্যে আমাদের রাজ্যের পিবিসিএল এবং সিএইএসসি আছে। বিদ্যুতের চাহিদা তুঙ্গে, তাই ঘাটতি মেটাতে এই প্রথম কয়লা আমদানি করার পথে বিশ্বের সবথেকে বড় কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়া। বিগত কয়েক বছরে বিদেশ থেকে কয়লা বা অন্যান্য জ্বালানি আমদানি করার প্রয়োজন না পড়লেও, প্রায় এক বছর ধরেই একাধিক সময়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের তরফেও কয়লা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত এপ্রিল মাসেই দেশে চরম কয়লা সঙ্কট দেখা গিয়েছিল। একাধিক রাজ্যে ব্য়াপক মাত্রায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গত ৬ বছরে সর্বাধিক বিদ্য়ুৎ বিভ্রাট ঘটেছে এই বছরই। এপ্রিলের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্যই জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের পর এই প্রথম কোল ইন্ডিয়া জ্বালানি আমদানি করতে চলেছে।
বিশ্ব বাজারে চড়া দামের কারণে আমদানির কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলির উৎপাদন ধাক্কা খেয়েছে। দেশীয় কয়লার মজুত কম পড়ায় বাকিরাও প্রয়োজন মতো উৎপাদন করতে পারেনি। তার পরেই বাধ্যতামূলক ভাবে কয়লা আমদানির নির্দেশ দেয় কেন্দ্র। সমস্ত রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থা এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে (আইপিপি) নির্দিষ্ট পরিমাণে বিশ্ব বাজার থেকে কিনে এনে দেশীয় মজুতের সঙ্গে মেশাতে বলে। কিন্তু চড়া দরে আমদানি নিয়ে বিদ্যুৎ কর্মী-ইঞ্জিনিয়ারদের সংগঠন (এআইপিইএফ) ও বিরোধীরা আপত্তি তোলে। তার মধ্যেই আমদানির পথে হাঁটছে কোল ইন্ডিয়া। সে জন্য আন্তর্জাতিক দরপত্র চেয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন ও সরবরাহকারী সংস্থাটি। প্রথম দফায় আমদানির লক্ষ্য ২৪ লক্ষ টন।

সূত্রের খবর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে চিঠি দিয়ে কোল ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে অবিলম্বে বিদেশ থেকে কয়লার আমদানি শুরু করতে। উল্লেখ্য, ভারতে শক্তির মূল উৎস হল কয়লা। দেশে ব্যবহৃত মোট জ্বালানির ৭০ শতাংশই কয়লা থেকে আসে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে হারে দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তাতে দেশে উৎপাদিত সীমিত পরিমাণ কয়লায় ভরসা করলে সংকট বাড়বে আর তার প্রভাব পড়বে শিল্পের উৎপাদন এবং সামগ্রিক বিদ্যুৎ বণ্টন প্রক্রিয়াতেও। আগেই সংকট মেটাতে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে সতর্ক করেছিল কেন্দ্র। কয়লার যথেষ্ট জোগান মজুত করতেও বলেছিল। সতর্ক করে জানানো হয়েছিল আগাম জ্বালানি মজুত করার প্রক্রিয়া শুরু না করলে তাদের দেওয়া কেন্দ্রীয় সরবরাহেও কাটছাঁট করা হবে। এই অবস্থায় কয়লা জোগানের ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছিল বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহকারী সংস্থাগুলি। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার নির্দেশ বদল করে জানিয়েছে আপাতত কয়লার জোগানের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কোল ইন্ডিয়াকে। এই সংস্থাই  বিদেশ থেকে কয়লা আমদানি করার কাজ করবে। তারপর সেই কয়লা কত দামে বিদ্যুৎ সংস্থাগুলিকে কিনতে হবে, তা পরে জানানো হবে।অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে কয়লার দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। এই জোড়া সমস্যার মধ্যেই সামনে এল ভারতে কয়লা উৎপাদনের করুণ চিত্র৷ এই অবস্থায়  কয়লা আমদানি বাড়াতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির উপর চাপ বাড়াতে শুরু করেছে কেন্দ্র।

Journalist Name : SRIJITA MALLICK