বিশাল ব্যাবধানে অনাস্থা ভোটে জয়লাভ করলো বরিস জনসন

banner

#Pravati Sangbad Digital Desk:

চিন্তায় ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তবে ঘটলো ঠিক উল্টোটা, অনাস্থা ভোটে ২১১টি ভোট পেয়ে আগামী এক বছরের জন্য নিজের গদি বাঁচিয়ে নিলো। পার্টিগেট কেলেঙ্কারি হওয়ার পরে তাঁরই নিজের দলের ৫৪ জন এমপি  জনসনের বিরুদ্ধে অনাস্থা আনেন। এরপরে নিজের জয়লাভ করার আশা ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রায় ছেড়েই দিয়েছিলেন। জনসনকে গদি অক্ষত রাখতে ১৮০ ভোটে জয়লাভ করতেই হত। কিন্তু সব আশা দূর করে ১৮০ ভোটের জায়গায়, ২১১ ভোট পেয়ে বিরোধী দলের মুখে ঝামা ঘসে জয়লাভ করে। তবে জনসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো সহজে দূর হবেনা বলে মত জনসনের সমর্থকদের একাংশের। তাঁর দল কনজারভেটিভ পার্টির এমপিদের মত, জনসনকে  প্রধানমন্ত্রীর পদ থেকে না সরালে আগামী বছর জনগণ তাদের পার্টির বিপক্ষে ভোট দিতে পারে।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News