আজ ৪৪ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল

banner

#Pravati Sangbad Digital desk:

আজ ১০ ই জুন শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরের  ২রা এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছিল ২৭ শে এপ্রিল। সেই অনুযায়ী ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করল হোক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ কুড়ি হাজার আটশোবাষট্টি জন এবং পাস করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৮৫ জন। এই বছরে পাশের হার ৮৮.৪৪ শতাংশ।পাশের হারে শীর্ষ স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া এই সাতটি জেলায় পাসের হার ৯০ শতাংশেরও বেশি। করোনার পরিস্থিতির কারণেই আগের বছর অনলাইনে পরীক্ষা হলেও এবারে পরীক্ষা হয়েছিল অফলাইনে কিন্তু নিজ নিজ বিদ্যালয়ে। বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় সংসদ এর পক্ষ থেকে এবং বেলা বারোটা থেকে ছাত্র-ছাত্রীরা wbresults.nic.in এ তাদের ফলাফল জানতে পারে। এই বছরে প্রথম ১০ এর মেধা তালিকায় নাম এসেছে ২৭২ জন এর, প্রথম হয়েছে দিনহাটা কুচবিহার থেকে অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত যার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৪৯৬ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে চারজন, রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা অনলাইনে মার্কশিট ডাউনলোড করতে পারবে কিন্তু হাতে রেজাল্ট পাবে ১০ দিন পর ২০ জুন। নিজেদের বিদ্যালয় থেকে তারা ২০ শে জুন তাদের মার্কশিট হাতে পেয়ে যাবে। প্রতিবছর ফলাফল ঘোষণার পরদিনই পরীক্ষার্থীরা নিজেদের বিদ্যালয় থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যান কিন্তু এই ১০ দিন বিলম্ব হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ছাত্র-ছাত্রীদের টুইটের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
যেসব ছাত্রছাত্রী ফলাফল জানার পর রিভিউ বা স্ক্রুটিনীর জন্য আবেদন করবে তারা ২০শে জুনের পর থেকে ১৫ দিন পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর ২০২৩ সালে ১৪ ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২৭ মার্চ। চলতি বছরে করোনা পরিস্থিতির কারণে সিলেবাসের ৩০ শতাংশ পরিমাণ কাটছাঁট করা হয়েছিল তবে আগামী বছরে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News