দেশে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী!!

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। এবার কি তাহলে সত্যি দেশে চতুর্থ ঢেউ এসে গেলো? গত কয়েক দিন ধরেই সাত হাজারের ঊর্ধ্বে রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক দিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭,৫৮৪ জন। এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জন। দৈনিক আক্রান্তের  সঙ্গে বেড়েছে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা।  এখন দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ২৬৭ জন, দৈনিক পজিটিভিটির হার ২.২৬ শতাংশ। ১.৫০ শতাংশ হারে বেড়েছে সাপ্তাহিক সংক্রমণ। মহারাষ্ট্র ও কেরলে সংক্রমণের হার সব থেকে বেশি। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩,০৮১ জন। এর মধ্যে শুধু মুম্বইতে কোভিডে আক্রান্ত হয়েছে ১,৯৫৬ জন। সংক্রমণ বাড়তে থাকায় মহারাষ্ট্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। দৈনিক সংক্রমণের নিরিখে, মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরল। সেখানে আক্রান্ত ২,৪১৫ জন। তৃতীয় স্থানে দিল্লি (৬৫৫),তার পর কর্নাটক (৫২৫)।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা বাসা বেঁধেছে ১০৭ জনের শরীরে।  অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৩৪। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০৫ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থতা বাড়ল কিছুটা। একদিনে ৪৯ জন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন।
তবে এসবের মধ্যে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪৪ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Journalist Name : SRIJITA MALLICK

Related News