১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং ফলাফল ২১শে জুলাই

banner

#Pravati Sangbad Digital Desk:

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকলের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। সংবিধানের ৬২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী রাষ্ট্রপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪,৮৬০ জন ভোটার ভোট দেবেন। তাঁদের মধ্যে রাজ্যসভার সদস্য ২৩৩ জন, লোকসভার সদস্য ৫৪৩ জন। এছাড়া রয়েছেন রাজ্য বিধানসভাগুলির ৪ হাজার ১২০ জন বিধায়ক। মোট ৩২টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে, এগুলি হল রাজ্যে রাজ্যে বিধানসভা ভবন এবং সংসদ ভবন। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে। আর ২১ জুলাই ফলাফল প্রকাশ হবে । 
ভোট কেন্দ্রে ঢোকার মুখে নির্বাচন কমিশনের অফিসারেরা এই কলম সরবরাহ করবেন। সংশ্লিষ্ট বিধায়ক সাংসদদের ব্যক্তিগত কলম তখন কমিশন কর্মীদের কাছে জমা রাখতে হবে। রাষ্ট্রপতি ভোটের মূল্য নির্ধারণ করা হয় রাজ্যগুলির জনসংখ্যার ভিত্তিতে। সেই হিসেবে উত্তরপ্রদেশের মাথাপিছু ভোটের মূল্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সিকিমের। নির্বাচক গোষ্ঠীতে ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩ টি ভোট রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র কাছে বিধায়ক সাংসদ মিলিয়ে মোট ভোটের ৪৮.৯ শতাংশ ভোট রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে,বিজেপি তথা কেন্দ্রীয় সরকার চাইছে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের জোটসঙ্গী এবং সমমনোভাবাপন্ন দলগুলি যেন এই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে ‘স্বস্তিদায়ক’ অবস্থানে থাকে। এমনটা হলেই পছন্দসই ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা সম্ভব হবে।
বিজেপি নেতৃত্বাধীন জোটের পক্ষে এই মুহুর্তে রয়েছে প্রায় ৪৯ শতাংশ ভোট। কিন্তু তবুও স্বস্তিতে নেই এনডিএ জোট। তাই নবীন পট্টনায়কের বিজু জনতা দল এবং জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বিজেপি। অন্যদিকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বিরোধী পক্ষ। ২০২৪ এর আগে এটাকে অ্যাসিড টেস্ট বলেই মনে করছেন অনেকে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতে, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এখন আসল প্রশ্ন হল, কে হতে চলেছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?
শাসক ও বিরোধী কোনও শিবির এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি । তবে বিভিন্ন মহল থেকে আভাস মিলছে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী করার পক্ষপাতী। সেই মাপকাঠি অনুযায়ী তালিকায় দুটি নাম আছে। দু'জনেই বর্তমানে রাজ্যপাল। একজন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। তিনি ওড়িশার মানুষ। দীর্ঘদিন বিজেপির নেত্রী ছিলেন। দ্বিতীয়জন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ২০১৭ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ভারতে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল সদস্যরা এবং দিল্লিসহ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News