১০৫ বছরে ১০০ মিটারে সোনা ‘সুপার দাদি’-র

banner

#Pravati Sangbad Digital Desk:

বয়স যে শুধুমাত্র একটা নম্বর সেটা প্রমান করলেন ১০৫ বছরের রামবাই নামে ওই বৃদ্ধা। আএফআই আয়োজিত জাতীয় স্তরের একটি দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন ওই বৃদ্ধা। হ্যাঁ ঠিকই পড়েছেন শতক ঊর্ধ্ব ওই হরিয়ানার বৃদ্ধা ১০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম হয়েছেন। নেটিজেনরা ভালবেসে তাকে সুপার দাদি বলে ডাকছেন। এর আগে মান কউর ১০১ বছর বয়সে ৭৪ সেকেন্ডে রেস শেষ করার কৃতিত্ব অর্জন করেছিলেন। ১০৫ বর্ষীয় দাদি সেই রেকর্ড এক ধাক্কায় ভেঙ্গে দিয়েছেন। 

Journalist Name : Tamoghna Mukherjee

Related News