জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি , দক্ষিণবঙ্গ ভাসবে পুজোর মুখে

banner

#Pravati Sangbad Digital Desk:

এই বছরে বৃষ্টিপাতে আসাম সহ বন্যা পরিস্থিতির সাথে সাথে সমগ্র দক্ষিণবঙ্গ ভেসে গেলেও, বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গে। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হলেও বর্ষা কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসীদের মুখ ঘুরিয়েই রয়েছে। সাধারণত প্রতিবছর বর্ষা দক্ষিণবঙ্গে পা রাখে জুনের ১০ তারিখের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মরশুমে দক্ষিনবঙ্গে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ২৫% কম। যার ফলে দক্ষিনবঙ্গের সধারন মানুষ ভ্যাঁপসা গরমে হাঁসফাঁস করছে। অন্যদিকে, ৫০% এর কাছাকাছি বৃষ্টিপাত ঘাটতি হওয়ার দরুন ধান ও অন্যান্য সবজি চাষে বড় আঘাত হতে চলেছে। এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছে সেপ্টেম্বরে দক্ষিনবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই বছর দুর্গা পুজো পরেছে অক্টোবর মাসের প্রথমে। এরজন্য, বাঙালির সবথেকে বড় পুজোর প্ল্যানে বৃষ্টি বাঁধ সাধতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News