লেক মার্কেটে আরোপ হল করোনা বিধিনিষেধ

banner

#Pravati Sangbad Digital Desk:

করোনার তৃতীয় ঢেউয়ের পর আবারও নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে দেশজুড়ে। রাজ্য এর প্রভাব বর্তমান যার মধ্যে কলকাতা এবং উত্তর 24 পরগনা তে সব থেকে বেশি করোনার হার। চিকিৎসকেরা বলেছেন তৃতীয় ঢেউয়ের মতন খুব একটা আশঙ্কা না থাকলেও বিধি নিষেধ মেনেই চলা উচিত। মাস্ক পরা খুব দরকার না হলে ভিড় জায়গায় এড়িয়ে চলা বারেবারে স্যানিটাইজার ব্যবহার করা এসব কিছুই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে এবং সংক্রমণের হার কে কমাতে পারে।
কিছুদিন আগেই খবর এসেছে কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলে একাধিক পড়ুয়া করোনায় আক্রান্ত। মোট 14 জন ডাক্তারি পড়ুয়াকে সংক্রমিত বলে ধরা হয়েছিল এবং তাদের সংস্পর্শে আসা প্রত্যেকেরই টেস্ট করানো হয়েছিল। সেই সূত্র ধরেই শুক্রবার 4 জন এবং শনিবার আরো দশজন পড়ুয়ার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই শুরু হচ্ছে ডাক্তারের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চিন্তিত কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে একটি ছেলে এবং মেয়ের থেকে গোটা হোস্টেলে সংক্রমণ ছড়িয়েছে ফলে হোস্টেল টিকে বর্তমানে আইসোলেশন করা হয়েছে।
গোটা রাজ্যের মধ্যে কলকাতায় সংক্রমণের হার সবথেকে বেশি ফলে এবার বিধিনিষেধ জারি করল কলকাতার  লেক মার্কেট। তৃতীয় ঢেউয়ের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং সংক্রমণ রোগ নিম্নগামী হয়ে যাওয়ার পর থেকে কার্যত বিধিনিষেধ তো দূর মাস্ক পর্যন্ত পড়ে না সাধারণ মানুষ। তৃতীয় ঢেউয়ের মতন সংক্রমণের হার যাতে উত্তর উত্তর বেড়ে না যায় তাই কলকাতার বাজারগুলিতে বেশ বিধিনিষেধ চালু হয়ে গেছে এখন থেকেই। এইদিন লেক মার্কেটে সকাল থেকেই দেখা যায় সামনেই নো মাস্ক নো এন্ট্রি পোস্টার টাঙানো, কিন্তু ক্রেতাদের দাবি এটি লেখা থাকলেও কেউই সেরকম তা মেনে চলছে না। অপরদিকে এই বাজার চালিয়ে খেটেখাওয়া বিক্রেতাদের দাবি প্রথম থেকেই যদি সাধারন মানুষ সচেতন হয় তাহলে সংক্রমণের হার ঊর্ধ্বগামী হবে না। বিশেষজ্ঞদের একাংশের মত ঊর্ধ্বগামী করণা সংক্রমণ যা চতুর্থ ঢেউ হিসেবে ধরা যেতে পারে,  তবেই আগের থেকে মৃত্যুর হার অনেক কম থাকবে।

Journalist Name : sagarika chakraborty

Related News