করোনার বুস্টার ডোজ ৯ থেকে কমিয়ে ৬ মাস ; নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

banner

#Pravati Sangbad Digital Desk:

শ্কবরোনার দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজের সময় ব্যবধান ৯ মাস থেকে কমে ৬ মাস করা হল। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের  কোভিড অ্যাডভাইসরি কমিটি। গবেষকদের মতে এই ডোজ ৬ মাসের ব্যবধানে নিলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নিতে পারবে ১৮ বছর বয়েসের উর্ধ্বে সকলে।ভারত সরকারের পক্ষ থেকে, এই নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে 
রাজ্যে করোনার আক্রান্তের হার  দুই হাজার অতিক্রান্ত, দৈনিক সংক্রমণ ২ হাজার ৩৫২ জন। আক্রান্তের শীর্ষস্থানে আছে  কলকাতা , একদিনে আক্রান্তের  সংখ্যা ৮২৫ জন। তার পর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া তেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেলেঘাটা আই ডি হাসপাতালে একটি ওয়ার্ড খোলা হয়েছে যাতে রোগীর সংখ্যা বাড়লে নিয়ন্ত্রণে আনা যায়।  হাসপাতালের মোট ৩২ টি বেড ভর্তি ; এই কারণে সমস্ত মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব  বেড বাড়ানোর বিষয়ে 

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News