বন্যা পরিস্থিতিতে ‘বিদেশি ষড়যন্ত্র’! দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রির

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে মেঘভাঙা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের বেশ কয়েকটি প্রান্তে।স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত।ঠিক তেমনই একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে উড়িষ্যা,অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন প্রান্তে। আবহবিদদের মতে,প্রথমে মেঘভাঙা বৃষ্টি ও পরে গোদাবরী নদীর জলস্তর অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বন্যার কবলে পড়েছে মানুষ।তবে ইতিমধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয়কে ‘বিদেশি ষড়যন্ত্রের’ সঙ্গে তুলনা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে তাঁর দাবি,“আমাদের দেশে সমস্যা সৃষ্টি করা প্রধান উদ্দেশ্য আর সেই জন্য মেঘভাঙা বৃষ্টি ঘটানো হচ্ছে।প্রথমে লাদাখ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্য এবং পরবর্তীতে গোদাবরী নদীর সংলগ্ন একাধিক রাজ্যে এই পরিস্থিতি তা প্রমাণ করে।” স্বাভাবিকভাবেই তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল তেলেঙ্গানার ভদ্রাচলমে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে ত্রাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কেসিআর। তিনি বলেন, “অতীতে এভাবে মেঘভাঙা বৃষ্টি হয়নি। এর কারণে গোদাবরী নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলেছে আর তার দরুণ বন্যার কবলে পড়ছে মানুষ। এর পিছনে ‘বিদেশিদের ষড়যন্ত্র’ রয়েছে। অনেক রিপোর্ট-এ তা দাবি করা হয়েছে। প্রথমে লাদাখ, পরবর্তীতে উত্তরাখণ্ড আর সম্প্রতি গোদাবরী সংলগ্ন রাজ্যগুলি। এটা পরিষ্কার যে, আমাদের দেশে সমস্যা সৃষ্টি করার জন্যই এহেন কাণ্ড ঘটানো হচ্ছে।”
প্রসঙ্গত,গোদাবরী নদী সংলগ্ন ভদ্রাচলমের জলস্তর উপরে উঠে যায় প্রায় ৭০ ফুট।যদিও এখন তা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে। এছাড়াও রাজ্যের তরফে গ্রামবাসীদের অন্যত্র সরানোর পাশাপাশি ত্রাণ শিবিরেরও পর্যন্ত তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Journalist Name : Riya Some

Related News