ভারতীয় আদিবাসীদের ইতিকথা

banner

#Pravati Sangbad Digital Desk:

(দ্বিতীয় পর্ব)
বৈদিক যুগে  ভারতের বিভিন্ন জাতিকে ভাসাগত দিক দিয়ে চিহ্নিত করা হত। তবে বিখ্যাত নিৃ- বিজ্ঞানি ফন আইকস্টেট ভারতীয়দের তিন ভাগে ভাগ করছেন।
১. বেদ্দা বর্গ-  শ্রীলঙ্কার প্রাচীন উপজাতি ভেদ্দাদের নামনুসারে এই বর্গের উৎপত্তি। এই জাতির মানুষকে আদি বা প্রাচীন ভারতীয় হিসেবে ধরা হয়। মূলত, গোন্ডিয় এবং ম্যালিয় উপজাতির মানুষ এই বর্গের অন্তর্গত। এদেরকে দেখতে অনেকটা বাচ্চাদের মতো হয়। তবে গোণ্ডিয়া উপজাতির মানুষদের চেহারা এবং মুখ লম্বা প্রকৃতির হয়। দক্ষিন  ভারতের আদিবাসীরা এই শ্রেণির অন্তর্গত।
২. মেলানিয় বর্গ- এই বর্গের আদিবাসীদের নিয়েই আমরা বেশি আলোচনা করি। সাঁওতাল, হো, পানো, ইয়ানাড়ি এবং আরও আদিবাসী শ্রেণী এই বর্গভুক্ত। এরা মূলত মেলানিয় এবং কোলিয় উপজাতির মানুষ। এদের গায়ের রঙ কৃষ্ণকায় হয়।
৩. হিন্দ্ বর্গ- হিন্দ এবং উত্তর হিন্দ উপজাতির অন্তর্গত এই বর্গের মানুষদেরই আমরা নব্য ভারতীয় বলে জানি। এদের গায়ের রঙ পরিষ্কার এবং সাধারন মানুষের মতোই দেখতে হয়।
প্রসঙ্গত, ভারতের আদিবাসীদের  এই তিন বর্গ দিনের পর দিন বিভাজিত হতে হতে  বিভিন্ন আদিবাসী বর্গে পরিনত হয়েছে। এই বর্গে বিভিন্ন নিয়ম লক্ষ্য করা যায়। যেমন আগে এই বর্গে নিজেদের মধ্যে বিবাহ হত সেটি লোপ পেয়ে এখন বহি-বিবাহের চল এসেছে। এছাড়া, পুরনো কুল্প্রতীক এবং রীতিনীতির ব্যাবহার এই বর্গে দেখা যায়।

Journalist Name : Tamoghna Mukherjee