ভারতীয় আদিবাসীদের ইতিকথা

banner

#Pravati Sangbad Digital Desk:

(চতুর্থ পর্ব)
বিগত পর্বগুলিতে আমরা আদিবাসী কে বা কারা এবং সেই বিষয়ে প্রাথমিক ধারণা করতে পেরেছি। পাশাপাশি আমরা এও জেনেছি বর্তমানে সারা ভু-ভারত জুড়ে আদিবাসী জাতি বা সম্প্রদায়ের সংখ্যা নেহাতই কম নয়। এই পর্বে আমরা আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের আরও ভিতরে গিয়ে জানার চেষ্টা করব। আমরা জানব ভিন্ন ভিন্ন আদিবাসী শ্রেণীর নাম এবং তাঁদের জীবনযাপন এবং সংস্কৃতি সম্বন্ধে।
বাংলা এবং পশ্চিমবঙ্গের আসেপাশের রাজ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায় ওঁরাও জাতির আদিবাসীদের। বিহারের ছোটনাগপুর অঞ্চল থেকে উদ্ভূত এই জাতি আজ বাংলার বিভিন্ন উচ্চ পর্যায়ের পোস্টে কর্মরত। ওঁরাও জাতির মানুষেরা ভাষাগত কারণে নিজেদের ‘কুরুখ’ বলেও পরিচয় দেয়। বাংলা সহ আসাম, মহারাষ্ট্র, ওড়িশা আরও বিভিন্ন প্রদেশে এই জাতির মানুষদের লক্ষ্য করা যায়। এদের নিজস্ব লোকগাথা, গান এবং বাদ্যযন্ত্রের সাথে শরীরে উল্কি নেওয়ার প্রচলন এই জাতিতে বর্তমান। হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গে এই জাতিতে খ্রিস্ট ধর্মের অনুসরণের কারণে মৃতদেহ দাহ এবং কবর দেওয়া উভয়ের চল আছে।
সংখ্যার দিকথেকে ওঁরাও জাতির পরেই আছে গোন্ড জাতির আদিবাসী। এদের মূলত উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে দেখা যায়। তবে কিছু সংখ্যক গোন্ড আদিবাসী উত্তর বিহার এবং ওড়িশাতেও বর্তমান। ভারতের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে প্রাচীন মধ্যযুগ থেকে ব্রিটিশ শাসনকালেও গোন্ড রাজাদের ক্ষমতা ছিল। গোন্ডি ভাষায় কথা বলা এই আদিবাসীদের মধ্যে শিল্প, কারুকলা, উল্কি, চিত্র অঙ্কন, ঝুড়ি নির্মান সহ বিভিন্ন কর্মে পারদর্শিতার ছাপ লক্ষ্য করা যায়।
অন্যদিকে, পাহাড়ি আদিবাসী খোন্দ জাতির মানুষেরা মূলত কৃষিকাজ এবং পশুপালন নির্ভর। এরা ওড়িশার ফুলবনি, কোরাপুট সহ অন্ধ্র, মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই জাতির মানুষকে দেখা যায়। হিন্দুধর্ম এবং প্রাচীন বিশ্বাস এবং সংস্কারের ওপর ভিত্তি করে এদের নিজস্ব কোনধ ধর্ম গড়ে উঠেছে। এদের বিশেষত্ব হল এই জাতির পুরুষেরা উৎসব উপলক্ষ্যে মাথায় পিতলের শিং এবং হর্নবিল পাখির ঠোঁট দিয়ে তৈরি অলংকার পরে অপরদিকে, মহিলারা বাঁশ এবং কাঠের তৈরি চিরুনি এবং পিন ব্যাবহার করে।
কর্মী এবং মজুর জাতির আদিবাসীরা পানিয়ান জাতির মানুষ। এরা মূলত কেরালা রাজ্যে বসবাস করে। এরা মালায়ালম ভাষায় কথা বলে। পানিয়ান নামটি ‘পানি’ শব্দ থেকে এসেছে যার অর্থ কাজ। এই জাতিতে বহির্বৈাহিক কুল দেখা যায় শুধু তাই নয় এই জাতিতে ভাইবোনের মধ্যে বিবাহ হওয়ার চল প্রচলিত। আগামী পর্বে আমরা আরও অনেক আদিবাসী জাতি সম্পর্কে জানব।

Journalist Name : Tamoghna Mukherjee

Tags: