মাত্র এক টাকাতেই মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা, দৃষ্টান্ত গড়লো হায়দরাবাদের এক হাসপাতাল

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে রোগের মতো পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি হাসপাতালের বিল। অন্যদিকে কমে আসছে সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসার সংখ্যা। সমীক্ষা বলছে, আগের থেকে অনেকটাই কম সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের লাইন। তার কারণ সরকারি হাসপাতালে লম্বা লাইনে দাড়িয়ে নাজেহাল হন অনেকেই। সেই সাথে হাসপাতালে বেড না মেলার সমস্যা তো আছেই। আর বেসরকারি হাসপাতালে উন্নত পরিষেবা মিললেও টাকার অংকটা অনেকেরই রাতের ঘুম কেড়ে নেয়। তবে হায়দরাবাদের ভিত্তল নগরের আগিকমেটের জিজি চ্যারিটেবল হসপিটাল বর্তমান সমাজে নজির গড়ে তুলেছে। মাত্র এক টাকাতেই মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা। এর আগে এক টাকার ডাক্তার হিসাবে পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দোপাধ্যায়ের খ্যাতি শুনেছেন সকলেই। সারা জীবন মাত্র এক টাকার বিনিময়ে বিলেতে ডাক্তারি ছেড়ে দেশে ফিরে রোগী দেখেছেন। সম্প্রতি গত জুলাই মাসেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। কিন্তু সে তো নয় একজন ব্যক্তির কথা, কিন্তু তা বলে গোটা একটা হাসপাতাল!
এমনটাই করেছে হায়দরাবাদের ভিত্তল নগরের আগিকমেটের জিজি চ্যারিটেবল হসপিটাল। তবে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন টেস্ট করতে গেলে লাগবে অর্থ। যদিও খুব অল্প পরিমাণে। বর্তমান সময়ে এই রকম দৃষ্টান্ত সত্যি অসামান্য।


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News