আনন্দ - উৎসব , বৃষ্টি ,প্যান্ডেল হপিং থেকে দশমী --- কেমন কাটল এবারের দুর্গা পূজা?

banner

#Pravati Sangbad digital Desk:

আজ বিজয়া দশমী। প্রতি বছরের মতোই দেখতে দেখতেই যেন শেষ হয়ে গেল পুজো। যদিও এটা যেন প্রত্যেক বছরের‌ই বাস্তবতা! ' পুজো আসছে' - ' পুজো আসছে' ব্যাপারটার মধ্যেই আসলে লুকিয়ে থাকে পুজোর উন্মাদনা, আনন্দ। অথচ পুজো শুরু হয়ে গেলে মনে হয় এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল সব! মনটা দুঃখে ভরে যায়। আবার ফিরতে হবে সেই গতানুগতিক জীবনে, আবার স্কুল - কলেজ খুলে যাবে, ছুটি শেষ এবং সর্বোপরি মা চলে যাচ্ছেন ---- সব মিলিয়ে মন টা এবারের পুজোর কালো আকাশের মতোই বিষন্ন আজ, কিন্তু ওই যে, যার শুরু আছে তার শেষ টাও নিশ্চিত । আসুন দেখে নিই, ভালো মন্দ মিলিয়ে কেমন গেল এবারের পুজো!

বিগত বছর গুলিতে করোনা প্রকোপের জন্য পুজোতে ও বাড়িতে কাটানো বাঙালি এবার ষষ্ঠীর অনেক আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল। চতুর্থী থেকেই শহর- মফঃস্বলের নানা ছোট - বড়ো মন্ডপে ভিড় দেখা দিতে শুরু করে। তার যদিও আর একটা কারণ ও আছে। সমস্ত পুজোতে বৃষ্টির জন্য বাড়িতে বসে থাকতে হবে ভেবে বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমী ভারী বর্ষণে র সম্ভাবনা থাকায় মানুষ আগে থেকেই বেরিয়ে ছিল ঠাকুর দেখতে। যদিও বৃষ্টির জন্য মানুষের ঢল কমতে দেখা যায়নি একটুও। উৎসবের উন্মাদনায় মানুষ সব কিছু কে তুচ্ছ করেছে এবারে।

ভালো - মন্দের মিশ্রণে পুজো কেটে গেল এ- বছর। দেশ- বিদেশের নানা থিমের পুজো এ-বছরের ও অন্যতম চমক। তবে অনেক জায়গা তেই এখন‌ও সাবেকিয়ানা - ঐতিহ্য কে ধরে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে সযত্নে। আবার অনেকে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ও পুজোকে ব্যবহার করে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
তবে সে সবের ঊর্ধ্বে গিয়ে বলতে হবে আজ দশমী। সমস্ত খারাপ ব্যাপারকে ত্যাগ করে ভালো কে গ্রহণ করেনি চলুন সবাই। নেগেটিভিটি ত্যাগ করে পজিটিভ ভাবে এগিয়ে চলি আগামী দিন গুলোয়।
শুভ বিজয়া র শুভেচ্ছা র‌ইল সকলকে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Dipendu Majhi