একেবারে যাকে বলে টাকার বৃষ্টি, সেই দৃশ্যই চোখে পড়লো আজ

banner

#Pravati Sangbad Digital Desk:

টাকা থাকলেই কি ওড়াতে হবে। আর টাকা ওড়ানো মানে আমরা বুঝি টাকা খরচ করে ফেলা। কিন্তু এবার চোখে পড়ল সত্যি কারের টাকা ওড়ানোর ঘটনা। সূত্রের খবর গুজরাতের মেহসানা জেলার আগোল গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান করিম যাদব কয়েক লক্ষ টাকা উড়িয়ে দিয়েছেন, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এবং খোঁজ নিয়ে জানা গেছে কিছুদিন আগে তার ভাইপোর খুব সমারোহে বিবাহের অনুষ্ঠান হয়েছিল। একমাত্র ভাইপো বলে কথা, আর সেই ভাইপরই বিবাহের অনুষ্ঠান তাতে একটু টাকা খরচ করবেন না, তা কি হয়! বিবাহের অনুষ্ঠান তো তিনি করেছেন, কিন্তু এবার তিনি পরিবারের কয়েকজনকে নিয়ে একেবারে পঞ্চায়েতের ছাদ থেকে টাকা ওড়াতে শুরু করেন। আর সেই টাকা করানোর জন্য নিচের তলায় মানুষ হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওড়ানো টাকার মধ্যে ছিল 10, 200 এবং 500 টাকার নোট। ঘটনা চোখে পড়াই স্তম্বিত স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনা প্রথমবার ঘটছে তা নয় । গুজরাটে এমন ঘটনা স্বাভাবিক। কারণ এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে, শুধুমাত্র টাকার বৃষ্টি নয় সেখানে হয়েছিল এক অন্যরকম দৃশ্য যেখানে নাকি সোনার গয়নার বৃষ্টি ঘটানো হয়েছ। হ্যাঁ আর এমনই একাধিক ঘটনার সাক্ষী হয়েছে গুজরাট বাসি।

Journalist Name : Joly Pramanick