২০২৪ এর সরস্বতী পুজোয় রয়েছে এক বিশেষ দিন

banner

#Pravati Sangbad Digital Desk:

সরস্বতী পুজো মানেই বাচ্ছা-বুড়ো সকলেরই এক আনন্দের দিন। ছোটরা হলুদ শাড়িতে সেজে অঞ্জলী দিতে বসে , বাদ যায়না বড়োরাও। অনেকে আবার ভোরবেলা স্কুলে পৌঁছে যায় পুজোর জোগাড়ের জন্য। এরপর শুরু হয় ভোগ বিতরণ। সব মিলিয়ে এক বড়ো উৎসবের আমেজ তৈরি হয়। ২৬ শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এই বছরের সরস্বতী পুজো। প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো একই দিনে পড়েছিলো এবছর। ভোরের আলো ফুটতেই সব বাড়িতেই আরাধনা করা হয় বিদ্যাদেবীর। স্কুল - কলেজগুলিতে ভিড় দেখা যায় এদিন। ছোটো থেকে বড়ো সকলেই সেজে ওঠে শাড়ী ও পাঞ্জাবিতে। পড়ুয়াদের কাছে এ এক আনন্দের দিন। তবে আবারও একটা বছরের অপেক্ষা শুরু। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিন। অনেকেই তার বিশেষ মানুষটির সাথে বেরোতে পছন্দ করে এই দিনে। তবে ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো একদিনে পড়লে আর কোনো কথাই নেই। আসছে বছর ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেনটাইনস ডে  তেই পড়েছে সরস্বতী পুজো। পঞ্জিকা অনুযায়ী, পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২০২৪-এর ১৩ শে ফেব্রুয়ারি, দুপুর ২ টো ৪১ মিনিটে৷ পঞ্চমী তিথি থাকবে ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দুপুর ১২ টা ৯ মিনিট পর্যন্ত। আসছে বছর অর্থাৎ ২০২৪ এ সরস্বতী পুজো ও ভ্যালেনটাইনস ডে একেসাথেই উজ্জাপন করতে পারবেন অনেকেই।

Journalist Name : Papri Chakraborty

Tags: