আগামী ২৭ শে জানুয়ারি সরকারি ছুটি

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২৩ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একই দিনে পড়ায় একই দিনে দুটি ছুটি হওয়ায় কার্যত একটি ছুটি কাটা গেল, বলেই মত প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের একাংশ। তবে বহুদিন ধরেই ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন খবরের পোর্টালে জল্পনা শোনা যাচ্ছিল যে আগামী ২৭ তারিখ অর্থাৎ ২৭শে জানুয়ারি সরকারি কর্মচারীরা এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা ছুটি পেতে চলেছেন। কারণ ২৬ তারিখ একই দিনে দুটি উৎসব। এই কারণে অতিরিক্ত একদিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা। শিক্ষক ও সরকারী কর্মীদের একটি অতিরিক্ত ছুটি নিয়ে আলোচনা করতে দেখা গেছে। যে আগামী ২৭ শে জানুয়ারী ছুটি দেওয়ার কথা। আর এর ফলেই বিভ্রান্ত শিক্ষক থকে সরকারী কর্মীদের একাংশ।

উল্লেখ করে রাখি সরকারী কর্মীদের নতুন কোনও ছুটি ঘোষণা হলে প্রথমে মাননীয় রাজ্যপাল দ্বারা মনোনীত এবং অর্থ দপ্তর থেকে ছুটির নির্দেশিকা প্রকাশিত হয়। এবং তারপর শিক্ষা দপ্তর সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা করে ছুটির নির্দেশিকা প্রকাশ করে। আর যদি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে সরকারী সমস্ত দপ্তর, সরকারী পোষিত বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, তাহলে সমস্ত দপ্তরই ছুটি থাকে। সেখানে সাধারনত আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়না। আর যদি অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে সরকারী সমস্ত দপ্তর, সরকারী পোষিত বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে, তাহলে সমস্ত দপ্তরই ছুটি থাকে। আগামী ২৭ শে জানুয়ারী পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা হতে পারে। তবে কোনও রুপ লিখিত অর্ডার না পাওয়ায় বিভ্রান্ত সরকারী কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারী কর্মীদের নতুন কোনও ছুটি ঘোষণা হলে প্রথমে মাননীয় রাজ্যপাল দ্বারা মনোনীত এবং অর্থ দপ্তর থেকে ছুটির নির্দেশিকা প্রকাশিত হয়। এবং তারপর শিক্ষা দপ্তর সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা করে ছুটির নির্দেশিকা প্রকাশ করে। সাধারণতন্ত্র দিবসে সরস্বতী পুজো পড়ায় স্বাভাবিকভাবে সরকারি ছুটি যথাক্রমে চারদিনই একপ্রকার ধরা হয়। তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ২৭ জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হয়েছে। এমনিতেই ২৬ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার । যেহেতু ২৭ তারিখ ছুটি ঘোষণা হয়েছে ফলতই শনি ও রবি ধরলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা । যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল । এবছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে । এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে, তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে বলে অনেকের মত । আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে, এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না । এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোনও অস্ত্র তুলে দিতে চায় না ৷ আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল । প্রসঙ্গত, যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ।

Journalist Name : Aparna Dutta

Tags: