সরস্বতী পূজায় আবহাওয়ার বড়োসড়ো হাওয়া বদল !

banner

#Pravati Sangbad Digital Desk:

হাওয়ায় বড়ো বদল ঘটতে চলেছে। আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে শীতের আমেজ। বড়দিনে দেখা যায়নি শীতের হাওয়া। এমনকি পৌষ সংক্রান্তিতেও দেখা যায়নি শীতের আমেজ। তবে এবার  সরস্বতী পুজোতেও থাকবে না শীত।

আবহাওয়াবিদদের মতে , সরস্বতী পুজোয় শীতের হাওয়ার বদলে শহরে থাকবে গরম আবহাওয়া। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি হতে পারে। 

কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শুক্রবার রাতে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এর প্রভাব থাকবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত। তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। এমনকি তাপমাত্রা বাড়বে মধ্যপ্রদেশেও। শনিবার থেকে  দু-তিন দিন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে মধ্যপ্রদেশ ও মধ্যভারতে।

উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার বড়ো বদল ঘটতে চলেছে। শনিবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা গুলিতে। 

দিল্লিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সৃষ্টি হবে বিহারে। অসম, মেঘালয় মনিপুর ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার পর্যন্ত থাকবে ঘন কুয়াশা। 

Journalist Name : পাপড়ি চক্রবর্তী