"করোনাকাল কাটিয়ে ফের দু বছর পরে রেড রোডে পুজো কার্নিভাল"

banner

#Pravati Sangbad Digital Desk:

এবারের কার্নিভালে কলকাতার ৯৪টি পুজো কমিটির দেবী প্রতিমাকে দেখা যাবে । এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ৮১টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার ১৩টি পুজো থাকবে, জানা যাচ্ছে। শনিবার বিকেল ৪:৩০ থেকে কার্নিভাল শুরু হবে বলে জানা যাচ্ছে ও প্রায় ৪ ঘণ্টা চলতে পারে বলে মত প্রশাসনিক আধিকারিকদের। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়েছে। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির বা আবহমান ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার এই প্রথম কার্নিভাল, আর সে কারণ-এ এবারে কার্নিভাল নিয়ে রয়েছে বড়সড় উন্মাদনা। পুলিশের তরফে কার্নিভালকে কেন্দ্র করে কলকাতায় গোটা এলাকায় জোরদার নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে । রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে একজন ডিসি পদমর্যাদার অফিসার থাকবেন ও মূল মঞ্চ ও সংলগ্ন এলাকার দায়িত্বে থাকবেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার ও ডিসি সাইবার প্রবীন প্রকাশ। ওয়াচ টাওয়ার থাকছে ৪টি এবং ১০টি পুলিশ সহায়তা কেন্দ্রও থাকছে।  ৫ টি কুইক রেসপন্স টিম থাকছে। রেড রোড সহ গোটা ধর্মতলা চত্বরের ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন অ্যাডিশনাল সিপি-১ হরিকিশোর কুসুমাকর, বলে জানা জাচ্ছে। কার্নিভাল চত্বরের নিরাপত্তার দায়িত্বে আরো একজন অ্যাডিশনাল সিপি থাকবে ও শনিবার দুপুর ১২টার মধ্যে মোতায়েন করা হবে এই ফোর্স বলে জানা যাচ্ছে। শনিবার বিকালে পুলিশ মেমোরিয়ালের দিক থেকে প্রতিমাগুলি এগিয়ে যাবে মূল মঞ্চের সামনে এবং সেই সময়ে বাজবে ওইসব পুজোর সঙ্গে তাল মিলিয়ে থাকা আবহ সঙ্গীত। নিজ উদ্যোগেই প্রতিমার সঙ্গে সুসজ্জিত ট্যাবলোর বন্দোবস্ত করবে রেড রোড কার্নিভালে অংশ গ্রহণকারী পুজো উদ্যোক্তারা। এবারের কার্নিভালে বিদেশি পর্যটকদের উপস্থিতি চোখের পড়ার মতো থাকবে বলে দাবি নবান্নের। সে সব পর্যটকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করেছে রাজ্যের পর্যটন দফতর।  নবান্ন সূত্রে খবর, অনুষ্ঠান মঞ্চে থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের ও সঙ্গে থাকবেন দেশি বিদেশি অভ্যাগতরাও।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Tags:

উৎসব