এবার লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ বিধায়কদেরও

banner

#Pravati Sangbad Digital Desk:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল বহু ভাতা। যা বর্তমান সমাজে সাধারণ মহিলাদের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তবে এবার শুধু সাধারণ মানুষই নন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন রাজ্যের বিধায়করাও। শুধু তাই নয় , বিধবারাও এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। ২ রা নভেম্বর অর্থাৎ বুধবার মন্ত্রীসভার বৈঠকে এরমই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সামনেই পঞ্চায়েত ভোট। এই সময় এরম এক সিদ্ধান্তে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। 
এতদিন বিধবাদের জন্য ছিল কেবলমাত্র বিধবা ভাতা। এই প্রকল্পে মাসিক ৪০০ টাকা পান বিধবারা। এই বিধবা ভাতায় কোনো বয়সের মাপকাঠি ছিলো না। কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে গেলে মহিলার বয়স হতে হবে ২৫ বছর এবং তিনি ৬০ বছর পর্যন্ত ভাতা পাবেন । তপশিলিজাতিভুক্ত বিধবার ক্ষেত্রে ১,৪০০ টাকা ও অন্যান্য শ্রেণির বিধবাদের ক্ষেত্রে মাসিক ৯০০ টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তের পর সমাজের বিধবা মহিলাদের অনেকটাই সাহায্য হবে বলে আশা করা যায়।

Journalist Name : Papri Chakraborty

Tags: