দু বছর পর আবারও স্বমহিমায় চন্দননগরে জগদ্ধাত্রী বিসর্জন

banner

#Pravati Sangbad Digital Desk:

দুবছর পর আবারও স্বমহিমায় ও সারম্বরে চন্দননগরের জগদ্ধাত্রী  ভাসান । 
দেখতে দেখতে চলে এল সেই দিন 'আজ দশমী' ।এবার যে মায়ের বিদায় পালা।তাই মন খারাপ চন্দননগর বাসিদের। দু’বছর ধরে করোনা মহামারীর কারণে সব অনুষ্ঠানের মতো  জগদ্ধাত্রী  পুজোতেও পড়েছিল ঘাটতি।দুবছর পর আবারও স্বমহিমায় ও সারম্বরে পালিত হল চন্দননগরের এই ঐতিহ্যবাহী পূজা। গঙ্গার তীরের এই শহরে মাতৃরূপে পূজিত হন জগজ্জননী জগদ্ধাত্রী।  টানা বেশ কয়েকদিন ধরে যে তীব্র আলো, ভিড়, পুজোর মণ্ডপ ও পুজোর প্রতিমা নিয়ে সেজে উঠেছিল চন্দননগর, আজ তার ইতি। আজ বিসর্জন। চন্দননগরের বিসর্জন মানে  অভিনব আলোর সজ্জা, বড় বড় আলোর ট্যাবলো দিয়ে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন দেখবার মতো হয়ে থাকে।  সম্প্রতি রেড রোডে আয়োজিত দুর্গা কার্নিভাল দেখে মুগ্ধ সবাই! কিন্তু দুর্গা শোভাযাত্রা’র বহু আগে থেকেই চন্দননগরে উৎযাপিত হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো’র শোভাযাত্রা! তবে বিগত দু’বছর করোনার জেরে  কিছুটা হলেও পুজোর রোশনাই কমলেও এই বছর ফের একবার চেনা ছন্দে ধরা দিতে চলেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজা ।আজ জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে সারা রাত ধরেই চলবে লোকাল ট্রেন। আলোর শহর চন্দননগরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায় । বোম স্কোয়াড, পুলিশ কুকুর ও মহিলা উইনার্স টিম মোতায়েন থাকবে শহর জুড়ে। থাকছে মাইকিংয়ের ব্যবস্থা। রেল পুলিশ সূত্রে খবর, চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুন্ডু তিনটি স্টেশনকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। সারারাত ধরে মানুষজন যাতে শোভাযাত্রা দারুণ ভাবে উপভোগ করতে পারেন তার জন্য প্রশাসনের তরফে কোন রকম ঘাটতি রাখা হচ্ছে না।এই বছর প্রায় ৬৪টির জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রায় অংশ নিতে চলেছে বলে জানা গেছে! একই সঙ্গে জানা যাচ্ছে,লরি সাজিয়ে প্রতিটি পুজো  কমিটি শোভাযাত্রায় বেরোতে পারবে। একটি লরিতে থাকবে প্রতিমা।

Journalist Name : Susmita Das

Tags: