দুয়ারে সরকার ক্যাম্পে জানানো হবে যে কোনো অভিযোগ

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার থেকে দুয়ারে সরকার কর্মসূচিতেই সাধারণ মানুষ জানাতে পারবেন অভিযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। গত মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চম দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। চলবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত। এরই মাঝে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। এদিন নবান্নের তরফ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সাধারণ মানুষের যে কোনো সমস্যা এবং অভিযোগ জানাতে পারবেন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। শুধু তাই নয়, অভিযোগ জানালে দুয়ারে সরকার ক্যাম্পের তরফ থেকে দেওয়া হবে একটি কুপন। যা অভিযোগকারীদের নিজের কাছেই রাখতে হবে। গুরুত্বপূর্ণ কোনো অভিযোগ উঠলে রাজ্যের মুখ্যসচিব দেখবেন সেই অভিযোগের ভিত্তি। এবং সত্যি হলে সমাধান করা হবে বলেও জানা গিয়েছে।
তবে শুধু সামাজিক সমস্যা নয়, কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সরকারি দফতরের বিরুদ্ধে অভিযোগ থাকলেও জানানো যাবে এই কর্মসূচির মাধ্যমে। প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পাওয়া আবেদনের নিষ্পত্তি করতে হবে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে। নথি জমা দিতে হবে সরকারকে। এবার সাধারণ মানুষের সাথে সরকারের যোগাযোগ বাড়াতে উদ্যোগী নবান্ন।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: