ভুসর্গ কাশ্মীর

banner

#Pravati Sangbad Digital Desk:

'সেই বিশ্রী দম আটকানো কুয়াশা আর নেই। নেই সেই একটানা তুষার বৃষ্টি,হঠাৎ জেগে উঠেছে ভুসর্গ, সুকান্ত ভট্টাচার্য,'
সত্যিই যেন ভূস্বর্গ এই স্বর্গের মতো অপূর্ব সৌন্দর্যের জন্যই তো বারবার ছুটে যেতে ইচ্ছা করে পৃথিবীর ভুসর্গ কাশ্মীর এ। পাহাড় প্রিয় বাঙালির কাছে কাশ্মীর ভ্রমণের জন্য এক অতলনীয় জায়গা, এ যেন এক চির বসন্তের দেশ। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, কাশ্মীরের গ্রীষ্মকালের রাজধানী শ্রীনগর শীত কালের রাজধানী জম্মু। ভারত বিভাজনের পর সাবেক ব্রিটিশ অঞ্চলে পরিণত হয় তবে বর্তমানে এটি তিনটি দেশ দ্বারা শাসিত হচ্ছে এ তিনটি দেশ হলো ভারত পাকিস্তান ও চীন। জম্মু ও কাশ্মীর উপত্যকা এই দুই অঞ্চল নিয়ে কাশ্মীর অবস্থিত। পাহাড়ের বুকে অবস্থিত এই জায়গায় অপূর্ব সৌন্দর্য ধারণ করে, এ যেন এক মিনি সুইজারল্যান্ড এই জায়গায় এলে দেখতে পাওয়া যাবে নানান রকমের টিউলিপ ফুল, কাশ্মীর এর শ্রীনগর শহর টি যেন আলাদা সৌন্দর্য বহন করে, কাশ্মীরের মোট আয়তন ১৩,২৯৭ বর্গ কিমি। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত বরফের ঢাকা থাকে এই অঞ্চল, কাশ্মীর ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমনই ভালো এখানকার খাবার। ভারতবর্ষের পর্যটক কেন্দ্র হিসেবে কাশ্মীর এক অতুলনীয় জায়গা, তবে সৌন্দর্যের মধ্যেও আছে এক ভয় প্রায় এখানে জঙ্গি হামলার ভয় লেগেই থাকে, তবে আমাদের ভারতীয় বীর সেনাবাহিনী সর্বদা  রক্ষা করে আসছে সুন্দর স্থান। তবে আমাদের ভ্রমন প্রিয় বাঙ্গালীর holiday destination হতে পারে কাশ্মীর, আর অনন্যা পর্যটক দের জন্য ও এক দারুন জায়গা কাশ্মীর।

Journalist Name : suparna kundu

Tags:

Related News