মাঝে মাঝেই পেটে ব্যথা? 'অ্যাপেন্ডিসাইটিস' নয় তো

banner

#Pravati Sangbad Digital Desk:

আমাদের মধ্যে কমবেশি প্রায় সকলেরই কোনো না কোনো সময় পেটে ব্যথা হয়ে থাকে। যা থেকে মুক্তি পেতে আমরা 'পেইন কিলার' গ্রহণ করে থাকি। কিন্তু বিশেষজ্ঞদের মতে পেটে ব্যথার নেপথ্যে সর্বদাই কোন নির্দিষ্ট একটি কারণ কাজ করে। আর পেটে ব্যথার অন্যতম একটি কারণ হয়ে উঠতে পারে, 'অ্যাপেন্ডিসাইটিস'।
• অ্যাপেন্ডিসাইটিস :- 'অ্যাপেন্ডিক্স' হলো সিকাম এর সঙ্গে যুক্ত সরু নলের মত অঙ্গ, যা বৃহদন্ত্রের একটি অংশ। যা পেটের নিচের ডানদিকে অবস্থান করে। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স এর বৃহৎ কোনো ভূমিকা না থাকলেও, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটি হজমে সাহায্য করে।
'অ্যাপেন্ডিক্স' এর সরু নলাকার অংশটি গৃহীত খাদ্য অথবা দেহজাত বর্জ্য পদার্থে বন্ধ হয়ে গেলে তা ফেটে যেতে পারে এবং অ্যাপেন্ডিক্স অন্তস্থ পদার্থগুলি পৈটিক টিস্যুগুলিতে ছড়িয়ে যেতে পারে। ফলে সংক্রমণ দেখা দেয় এবং পেটে ব্যাথার সৃষ্টি হয়। আর এই সংক্রমণ‌ই 'অ্যাপেন্ডিসাইটিস' নামে পরিচিত।
• অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ :- 'অ্যাপেন্ডিসাইটিস' বা 'অ্যাপেনডিক্স'-এর সংক্রমণ ঘটলে তার কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায়।
✓ অ্যপেন্ডিসাইটিসের সবচেয়ে বড় লক্ষণ হলো পেটে ব্যথা। প্রথমে তলপেটের ডান দিকে ব্যথার সূত্রপাত হয়। এরপরে সেই ব্যথা নাভির চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এই ব্যথা বাড়তে শুরু করে। এরপরে তলপেট ফুলে ওঠে।
✓ শরীরে 'অ্যাপেন্ডিসাইটিস' রোগ বাসা বাঁধলে মাঝে মাঝেই জ্বর হতে পারে। কোন ব্যক্তির ঘন ঘন জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
✓ এছাড়াও অ্যাপেনডিক্স এর সংক্রমণের ফলে বমি ভাব দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে অবিরাম বমিও হতে পারে।
✓ পাশাপাশি হাঁটাচলার সময় পেটে ব্যথা অনুভূত হওয়া, হজমে সমস্যা হওয়া এবং শরীরের তাপমাত্রার হঠাৎ হ্রাস-বৃদ্ধি প্রভৃতি লক্ষণগুলি প্রকাশ পেলে তা অ্যাপেন্ডিসাইটিসের বার্তা বহন করতে পারে।
কোন ব্যক্তির দেহে উল্লিখিত লক্ষণ গুলি প্রকাশ পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

Journalist Name : Uddyaloke Bairagi

Tags:

Related News