সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ফের চালু ''দুয়ারে" প্রকল্প

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ থেকে (১ লা নভেম্বর ) থেকে আবার চালু হলো সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্প, যেখানে রেশন কার্ড থেকে শুরু করে সাস্থসাথি কার্ড সমস্ত কাজই হবে। দুয়ারে সরকার প্রকল্প তৃণমূল সরকারের এমন এক সুবিধা যেখানে এক ছাদের তলায় সমস্ত সরকারি সুবিধা প্রাপ্ত অফিস। অনেক সময় অনেক সরকারি অফিসে বিভিন্ন আবেদন পত্র জমা দেওয়ার সময় অপমানের ও স্বীকার হতে হয়েছে সাধারণ মানুষকে এমন অভিযোগ ও উঠেছে। কিন্তু এবার সরকারি সমস্ত আবেদন পত্র জমা দেবে মানুষ এবার তাদের বাড়ির দুয়ারে,যেখানে প্রতিটি অঞ্চলে নিয়ম করে এই ১ মাস চলবে এই দুয়ারে সরকার প্রকল্প। এখানে সমস্ত কাজই যেনো সুষ্ঠু ভাবে হয় এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সাল থেকেই এই প্রকল্প চালু হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে। পঞ্চায়েত নির্মাচনের আগে এটাই শেষ দুয়ারে সরকার ক্যাম্প। গত বার এই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার নামে যে আবেদন পত্র টি বেরিয়েছিল তার সেই টাকা আজ ও পেয়ে চলেছে প্রতিটা ঘরের লক্ষ্মীরা কিন্তু এমন ও অনেক ঘরের লক্ষ্মীরা আছেন যারা এই প্রকল্পের সুবিধা পান না তারাও এবার আবেদন করতে পারবেন বলেই সূত্রের খবর। তবে আগামি সময় এই দুয়ারে সরকার প্রকল্প আরো উন্নতি করবে সাধারণ মানুষের।

Journalist Name : Joly Pramanick

Tags: