অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার,আজ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

দীর্ঘ অপেক্ষার প্রায় অবসান। আজ (বৃহস্পতিবার), ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামী ৭ দিন চলবে কিফ। এই মুহূর্তে চলছে উত্‍সব শুরুর আগের প্রস্তুতি। বাঙালি ছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, এই চলচ্চিত্র উত্‍সবের দিকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি শাহরুখ খান,সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়,কুমার শানু, অরিজিত সিং-ও উপস্থিত থাকবেন মঞ্চে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে এবার সরাসরি উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানরা। নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খানরা। তিন বছর পর জাঁকজমকপূর্ণভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।এবারের ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত "অভিমান"। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত এই ছবি ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেই জানা গিয়েছে।
৪২ টি দেশের মোট ১০৭৮ টি ছবি প্রদর্শিত হবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে।এর আগে ২০২২ সালে অতিমারি পরিস্থিতির জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শাহরুখ খান। জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তার সংস্থার ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন। মূল মঞ্চে এই তারকাদের পাশাপাশি টলিউড থেকেও একাধিক তারকারও হাজির থাকার কথা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন।সবমিলিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জাঁকজমকপূর্ণভাবে যে হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
এই বছরে ৮০তে পা দিলেন অমিতাভ বচ্চন। বিগ বি-কে সম্মান জানাতে চলচ্চিত্র উত্‍সবে প্রদর্শনীত হবে তাঁর আটটি ছবি। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে গগনেন্দ্র প্রদর্শনমালা ও নজরুল তীর্থে অমিতাভ বচ্চন এবং নন্দন ও নজরুল তীর্থে গদার বিষয়ক প্রদর্শনীর আয়োজন হয়েছে। ক্রীড়া বিষয়ক বেশ কয়েকটি ছবি দেখানো হবে এবার। সে তালিকায় রয়েছে '৮৩', 'এমএস ধোনি', 'চক দে ইন্ডিয়া', 'মেরি কম', 'কোনি' এবং 'ভাগ মিলখা ভাগ'-র মতো ছবিগুলি।

৪২ দেশের মোট ১৮৩ ছবি প্রদর্শিত হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে। যার মধ্যে প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৬৬ ছবি। মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে এবার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে, সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানোরামা।

Journalist Name : Sampriti Gole