শাহেনশা অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

"ভারতরত্ন দেওয়া হোক অমিতাভ বচ্চনকে ।" বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চে বলিউড-টলিউড তারকাদের সামনে রেখেই এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী।  
বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।  ওইদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মহিমারি কাটিয়ে দুবছর পর ফের স্বমহিমায় শুরু হলো এই উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ভারত ছাড়াও ফ্রান্স, রাশিয়া, মরক্কো, ইউক্রেনের ছবির সঙ্গে থাকছে বাংলাদেশের সাড়া জাগানো ছবি ‘হাওয়া’।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।   হাজির ছিলেন  টলিউড ও বলিউডের  তাবড়    তাবড় তারকারাও। শুরুতেই নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স  গ্রুপ  উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। উপস্থিত ছিলেন  বলিউডের  শাহেনশা  অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কুমার শানু, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, রানি মুখার্জি, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা । এছাড়াও ছিলেন চঞ্চল চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ  ছিলেন টলিউডের  আরও একঝাঁক তারকা।প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেলিব্রিটিদের সকলকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গায়ক অরিজিৎ সিংকে মঞ্চে ডেকে মুখ্যমন্ত্রী তাঁকে গান গাওয়ার অনুরোধ জানান। বিখ্যাত ‘গেরুয়া’ গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার ছেলে অরিজিৎ। আর তা উপভোগ করলেন সকলে। 

ওইদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, 'যদিও অফিশিয়ালি নয়, কিন্তু বাংলা থেকে আমরা আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভ বচ্চনজি। তিনি যা বলেছেন, সেটা আমরা কেউ বলতে পারব না। শাহরুখ, অমিতাভজি ছাড়া এই অনুষ্ঠান সফল হতে পারে না। তাঁরা এসেছেন বলে সফল হয়েছে'। সঙ্গে বার্তা,  'মনে রাখবেন, বাংলার সবসময় লড়াই করে। কেন লড়াই করে? বাংলা লড়াই করে মানবিকতার জন্য, বাংলা লড়াই করে একতার জন্য, বাংলার লড়াই করে বৈচিত্র্যের  মধ্যে ঐক্যের জন্য, বাংলা লড়াই করে সাহস দিয়ে, সংহতির জন্য। এ লড়াই থাকবে। লড়াই চলবে'।
ওইদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ভাষণে সকলের মন জয় করে নিলেন বলিউডের শাহেনশাহও। বাংলার সঙ্গে যে তাঁর আত্মিক যোগ নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন বিগ বি। স্পষ্ট বাংলায় বললেন, "কলকাতা তো আমার বাড়ির মতো। এখানে আসার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমিও তিনবছর ধরে অপেক্ষা করছি। আপনাদের আদরের ডাক বাংলার জামাই, আমি সারাজীবন আপনাদের জামাই-ই থাকব। তিন বছর আসতে না পারার জন্য আমারও খুব মন খারাপ ছিল। মমতাজিকে ধন্যবাদ। আমাকে আবার চলচ্চিত্র উৎসবে  আমন্ত্রণ জানানোর জন্য।"
 প্রসঙ্গত ,এবারের চলচ্চিত্র উৎসবের থিম- ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ জুটির ছবি ‘অভিমান’। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। 

Journalist Name : Susmita Das