ঐন্দ্রিলা চিকিৎসায় গাফিলতি ! ঐন্দ্রিলার মায়ের বিস্ফোরক মন্তব্যের উত্তরে মুখ খুলল হাসপাতাল কর্তৃপক্ষ

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

গত ২০ নভেম্বর কলকাতার  অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার  মৃত্যু হয় ।  ২ নভেম্বর  ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। তারপর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর সেখানেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।দু'বার ক্যানসারজয়ীর মৃত্যুতে থমকে যায় গোটা বাংলা।আজও তাঁর পুরনো ভিডিও, ছবিকেই আঁকড়ে বসে রয়েছেন কত মানুষ। পরিবার বা তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরীর কথা তো বলাই বাহুল্য।এরই মাঝে ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)  মৃত্যুর  প্রায় দু সপ্তাহ  হতে না হতেই ফাঁস হয়েছে  চাঞ্চল্যকর তথ্য । সম্প্রতি চিকিৎসায় গাফিলতি হয়েছিল বলে অভিযোগ করেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।
মা কখনও সন্তানের মৃত্যু মেনে নিতে পারেন না। শিখা শর্মাও তার ব্যাতিক্রম নন। সম্প্রতি ঐন্দ্রিলাকে সম্মান জানিয়ে তাঁর স্মরণে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জাতীয় বিমা কর্মীদের তরফে। সেখানে উপস্থিত হয়ে প্রয়াত অভিনেত্রীর মা বিষ্ফোরক অভিযোগ আনেন হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে। তাঁদের  মধ্যে একজন সংশ্লিষ্ট হাসপাতালের ইউনিট ইনচার্জ একজন মহিলা চিকিৎসক। তিনি বলেন , ওই চিকিৎসক অন্যান্য নিউরো স্পেশালিস্ট সঙ্গে আলোচনা করেননি এবং 'ইগো' দেখিয়েছেন বলে অভিযোগ শিখা শর্মার। তাঁর আরও দাবি ছিল, "বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসতাম। তিনি ব্লাড রিক্যুইজিশন করে ওষুধ লিখলে তা দিতেন না ওই চিকিৎসক।" তাঁর বিরুদ্ধে ঐন্দ্রিলাকে ‘খুন’ করার অভিযোগ এনেছেন মা শিখা শর্মা। একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা ভালো এবং নার্স-স্টাফরা মানবিক, দক্ষতাসম্পন্ন। চিকিৎসক বিশ্বাসের প্রশংসা করেছেন তিনি।
শিখা শর্মার এই বিস্ফোরক বক্তব্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।মুখ খুলতে  বাধ্য  হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই ব্যাপারে এক  প্রথমসারির সংবাদমাধ্যমে হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল  কর্তৃপক্ষ    জানায়, “আমাদের কাছে ঐন্দ্রিলার পরিবারের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি। আমরা এই বিষয়টি শোনার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাঁদের সঙ্গে কথা বলার পর আমাদের যা যা করণীয় তা করা হবে।”  তারা আরও বলেন "বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে তাঁদের এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। তাঁরা আমাদের বিষয়টি আগে জানাতে পারতেন।আমাদের মনে হয় কোথাও একটা ‘মিস কমিউনিকেশন’ হচ্ছে।"

বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছেন ঐন্দ্রিলার মা।  সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ,এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শিখা দেবী জানান,  "ওই মহিলা চিকিৎসক প্রথম থেকেই নেগেটিভ আচরণ করেছিলেন। এমনকী, আমার মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব নয়, এমন মন্তব্যও করতে শোনা গিয়েছে তাঁকে।" ঐন্দ্রিলা শর্মার বাবা এবং দিদি চিকিৎসক। মাও নার্সিং পেশার সঙ্গে যুক্ত। অপারেশনের পর 'অবহেলা হবে' তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন ঐন্দ্রিলা শর্মার মা। ওই চিকিৎসক ক্রিটিক্যাল কোনও রোগীর চিকিৎসা করার যোগ্য নন বলেও মন্তব্য তাঁর। 

Journalist Name : Susmita Das

Related News