গ্রামোন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নবান্নের

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে রাজ্যের শাসক দল থেকে বিরোধী সকলেই। সেই সাথে দীর্ঘ দিনের টানাপড়েন শেষে সম্প্রতি গ্রামোন্নয়নের জন্য রাজ্যকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। নবান্নের তরফ থেকে জানা গিয়েছে, “গ্রামোন্নয়নের জন্য রাজ্যকে কেন্দ্র সরকার ৫৫৪ কোটি টাকা দিয়েছে”। যদিও রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনও পর্যন্ত রাজ্যের পাওনা প্রায় হাজার কোটি টাকা।


 তবে এর মধ্যে রাজ্যের পক্ষ থেকে পঞ্চায়েত দফতরকে দেওয়া হল প্রায় ৭১৪ কোটি টাকা। সূত্রের খবর, গ্রামের কাঠামো উন্নয়নের জন্য এই বিপুল পরিমাণ অর্থ বিরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে অনেক আগে থেকেই এর পরিকল্পনা করেছিল রাজ্য, সেই কারণে ধীরে ধীরে সঞ্চয় শুরু করেছিল রাজ্য সরকার। আর পঞ্চায়েত ভোটের আগেই সেই টাকা গেল রাজ্য পঞ্চায়েত দফতরের হাতে। আরও জানা গিয়েছে, রাজ্যের পক্ষ থেকে ৭১৪ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দফতরকে পাশাপাশি ১৩টি গ্রামোন্নয়ন দফতরের মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া  হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার, সেই সাথে বেঁধে দেওয়া হয়েছে প্রকল্প বাস্তবায়নের সময়সীমাও। তাই এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই অর্থ বরাদ্দ করলো রাজ্যের প্রশাসনিক সদর দফতর। সরকারি সূত্র অনুযায়ী, সেই টাকার মধ্যে থেকে গ্রামের সড়ক এবং আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।

Journalist Name : Sabyasachi Chatterjee