পুরসভার আর্থিক অনিয়ম রুখতে কড়া রাজ্য

banner

#Pravati Sangbad digital Desk:

আর্থিক অপচয় রুখতে কড়া রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য পুর এবং নগরন্নোয়ন দফতরের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, তাতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর এবং নয়রন্নোয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদসহ সমস্ত জেলার জেলা শাসক এবং উচ্চ পদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, রাজ্যের মধ্যে যে সাতটি পুর নিগম রয়েছে তাঁদের বাদ দিয়ে বাকি ১২১টি পৌরসভাকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মূলত পৌরসভাকে দেওয়া টাকা কোন খাতে কতো পরিমাণে খরচ হয়েছে, প্রকল্পের জন্য  বরাদ্দ অর্থ সেই নির্দিষ্ট প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে কিনা এই সমস্ত কিছু খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে পৌরসভাগুলিতে সঠিক সময়ে অডিট হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সাথে আরও বলা হয়েছে যদি কোথাও কোন আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসে তাহলে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য।

উল্লেখ্য, রাজ্যে  গ্রামীণ প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রের সাথে সংঘাত লেগেই রয়েছে, সেই সাথে দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি ধরে কেন্দ্রের থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বকেয়া রয়েছে রাজ্যের। বারবার রাজ্যের পক্ষ থেকে দাবি করা সত্বেও তা মিটিয়ে দেওয়া হয়নি। তবে সম্প্রতি, ১০০ দিনের প্রকল্পের টাকা দেওয়া হয়েছে রাজ্যকে। ঠিক সেই কারণে একই ঘটনা যেন পুর সভাগুলির ক্ষেত্রে না ঘটে তা নিশ্চিত করতে চাই রাজ্য সরকার।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags: