বাবার চিকিত্‍সার খরচ জোগাতে রাস্তায় গিটার হাতে ছেলে

banner

#Pravati Sangbad Digital Desk:

কোনও বড় মঞ্চ নয়। শীতের রবিবার, পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তা। এই রাস্তাতেই গিটার হাতে দাঁড়িয়ে কলেজ পড়ুয়া। সামনে রাখা একটা বাক্স, তাতে রয়েছে বেশ কিছু ১০০ এবং ২০০ টাকার নোট। কিছু বোঝার আগেই গিটারে সুরের ঝংকার, সঙ্গে ওই কলেজ পড়ুয়ার গলায় বলিউডের বেশ কিছু জনপ্রিয় গান।
এরপরই চোখ যাবে ওই তরুণের সঙ্গে থাকা একটা হাতে লেখা ঝোলানো কাগজে। যেখানে পরিষ্কার করে লেখা রয়েছে কলেজ পড়ুয়া শুভমের এভাবে রাস্তায় গিটার হাতে দাঁড়িয়ে গান গাওয়ার কারণ। যা আপনাকে ভাবাবে।
সপ্তাহে তিনবার ডায়ালিসিস-এর খরচ। সেই খরচ সামলাতে গিয়ে গোটা পরিবার হিমশিম খাচ্ছে। বাবার এমন অবস্থা তাঁকে অথৈ জলে ফেলেছে। এই বয়সে তো তাঁর পাঁচজন বন্ধুর সঙ্গে হেসে-খেলে, হুল্লোড় করে জীবন কাটানোর কথা! কিন্তু তাঁর সেসবের সুযোগ নেই। কাঁধে দায়িত্বের বোঝা।
পরিবারের জন্য কত মানুষ তো কত কিছু করেন। পরিবারের দায়-দায়িত্বের জন্য কত মানুষের স্বপ্নের অপমৃত্যু ঘটে। তবে শুভম নামের এই ছেলেটি নিজের স্বপ্ন নিয়েই লড়ছেন। আর লড়ছেন পরিবারের জন্য। একটা মঞ্চ পেলে হয়তো তিনি নিজের প্রতিভার জানান দেওয়ার সুযোগ পেতেন। মঞ্চ নেই। কিন্তু দায় আছে। আর তাই তিনি ফুটপাথকেই বেছে নিয়েছেন মঞ্চ হিসেবে।
বাবার ডায়ালিসিস-এর টাকা, কলেজের ফি- এত টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এ বঙ্গে এখন চাকরি, ছোটখাটো কাজ জোগারের পরিস্থিতির কথা প্রায় সবারই জানা। ফলে গিটার আর গলার সুরই ভরসা। আর এই দুইয়ের উপর ভরসা করেই শুভম নামলেন লড়াইয়ে। পার্ক স্ট্রিটের রাস্তায় গিটার হাতে দাঁড়িয়ে তিনি গান গাইতে শুরু করলেন।

শুভম সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। বাবার ডায়ালিসের খরচের কথা একটি পোস্টারে লিখে গান গেয়ে টাকা জোগাড়ে নেমেছেন তিনি। সেই পোস্টারে তিনি নিজের ও পরিবারের আর্থিক পরিস্থিতি ও সমস্যার সবটুকু লিখেছেন।
গান গেয়ে অর্থ জোগাড়ের চেষ্টা করছেন তিনি। পথচলতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ বা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছেন তাঁর দিকে। তবে শুভমের লড়াই থামছে না। এ লড়াই চলছে, চলবে।
জানা গিয়েছে, গত ৬ মাস ধরে এভাবেই তিনি ফুটপাথে গান গাইছেন। বাবার চিকিত্‍সার খরচ মেটাতে এভাবে গান গেয়ে সাহায্য করছেন পরিবারকে। পাশাপাশি নিজের পড়াশোনার খরচও চালাচ্ছেন। কিছু শো করার সুযোগও হয়েছে। তাঁর আশা এভাবে পথ চলতে চলতে অনেক বড় শো করার সুযোগ আসবে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল শুভমের লড়াই। তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News