আজকের আবহাওয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে চলছে পারদের ওঠানামা। ভোরের দিকে ঠাণ্ডা লাগলেও বেলা বাড়লে বাড়ছে তাপমাত্রা। জানুয়ারি মাসের শুরুতে হাড় কাঁপানো ঠাণ্ডা পেয়েছে বঙ্গবাসী। কিন্তু তারপর থেকে ক্রমশ বেড়েছে তাপমাত্রা। এ বছরে পৌষ পার্বণ থেকে শুরু করে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস উষ্ণ গেছে। তবে, ফের নিম্নমুখী তাপমাত্রা। গত ২ দিন ধরে আবারও ফিরল শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় আবারও নিম্নমুখী তাপমাত্রা। সপ্তাহের শেষে ফিরল শীতের আমেজ রাজ্যে। সোমবার এক ধাক্কায় আরও কিছুটা পারদ পতন শহরে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে, নতুন করে শীতের প্রত্যাবর্তনের আর কোনও সম্ভবনাই নেই। তবে, কিছুটা ঠাণ্ডার আমেজ থাকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। আজ ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গল ও বুধবার দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং বাদে উত্তরবঙ্গের আবহাওয়া আগামী পাঁচদিন শুষ্ক থাকবে। এই সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিকে, ক্যালেন্ডার বলছে, জানুয়ারি মাস এখনও শেষ হয়নি। কিন্তু শীতের দেখা নেই। পারদের ওঠাপড়া চলছে। শেষ কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন এলাকার শীতের আমেজটুকুও নেই শেষ কয়েকদিনে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তে জেরেই এই গরমের দাপট লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যদিও অনুমান করা হচ্ছে যে, আসন্ন ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রা হঠাৎ করে কমতে পারে। 
উত্তরবঙ্গের আবহাওয়া-
আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন দেখা যাবে না আগামী কয়েক দিনে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। রাতের বেলা তাপমাত্রা যে খুব একটা হ্রাস পাবে, তেমনও নয়। তবে ২-৩ দিন পর তাপমাত্রা খানিক হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার কোন পরিবর্তন সেরকম অনুভব হবে না। আবহাওয়া প্রায় শুষ্কই থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে অনুমান করা হচ্ছে যে, আসন্ন কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে সেই হ্রাসমান তাপমাত্রা যে দিনের পর দিন একই থাকবে তেমন নয়। কিছুদিন পরই আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আন্দাজ করা যাচ্ছে শহর থেকে দূরের জেলাতে তাপমাত্রা কম থাকবে।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News