Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 1, 2024

ট্রাফিক আইন ভাঙলে এবার জরিমানা দিন অনলাইনে

banner

#Pravati Sangbad Digital Desk:

ট্রাফিক আইন ভাঙলে জরিমানা তো দিতেই হবে, কিন্তু এবার শুরু হল অন্য নিয়মে জরিমানা দেওয়া গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই নিয়ম। যেখানে ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে মেটাতে পারেন ট্রাফিক ফাইন। ট্রাফিক পুলিশের চারটি গার্ডের সার্জেন্টরা এই নিয়মে ফাইন নেওয়া শুরু করেছে গত শুক্রবার থেকেই। লালবাজার সূত্রের খবর, জোড়াবাগান, হাওড়া ব্রিজ, সাউথ ও হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ডে এখন এনআইসি ই-চালান চালু করা হয়েছে। ওই গার্ড গুলির ওই গার্ড গুলির সার্জেন্ট দের হাতে থাকছে ইপিস মেশিন, যে মেশিনটি দিয়ে তারা ট্রাফিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কেউ চাইলে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমেও স্পট ফাইন দিতে পারেন। তবে নেটওয়ার্কের সমস্যায় কিছু অসুবিধা দেখা দিচ্ছে। সেটা দূর করতেই ইতিমধ্যেই ইউপিআই পেমেন্ট অ্যাপে স্পট ফাইন জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। মেশিনে কিউআর কোড স্ক্যান করার পরই আইন ভঙ্গকারীর অ‌্যাকাউন্ট থেকে সরকারি তহবিলে চলে যাবে জরিমানার টাকা। কলকাতা পুলিশের এক কর্তা জানান, কয়েক দিনের মধ্যে ইপস মেশিন বাকি ট্র্যাফিক গার্ডকে দেওয়া হবে। যাতে এনআইসি ই-চালানের মাধ্যমে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে সহজেই জরিমানা আদায় করা যায়। কিন্তু প্রশ্ন একটাই অফলাইন থেকে এখন আবার কেন অনলাইনে এই ফাইন জমা নিতে চাইছে লালবাজার? ট্রাফিক পুলিশের একাংশের দাবি সার্জেন্টরা ফাইন বাবদ সংগ্রহীত টাকা গার্ড এ জমা করে থাকেন,এবং সেই টাকা পাঠানো হয় ব্যাংকে। সম্পূর্ণ ব্যবস্থায় যেমন একটু হলেও সমস্যা রয়েছে ঠিক তেমনই অনেক টাকা পয়সা এদিক-ওদিকেরও একটা আশঙ্কা থেকেই যায়। আর তাই টাকার ব্যবহার কমাতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। আর তাই এই ব্যবস্থায় টাকা পয়সার অনিয়ম অনেকটাই কমবে বলে মনে করছে তারা।

Journalist Name : Joly Pramanick

Tags: