কৃষকদের থেকে আলু কিনবে সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

কৃষকরা প্রতিনিয়ত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন খেটে ফসল ফলান।কখনো বা ঠিক মত ফসল উৎপাদন হয় না আবার কখনো বা বাজারে ঠিক মত দাম পান না ।ফলে ফসল উৎপাদন এ যে পরিমাণ টাকা ও শ্রম ব্যয় হয় অনেকসময় ফসল বিক্রি করেও সে টাকা ওঠে না ,লাভ তো অনেক দূরের কথা ।ধীরে ধীরে ঋণের বোঝায় ডুবে যেতে থাকেন বা কখনো কোনো উপায় না পেয়ে আত্মহত্যা কেই উপায় হিসেবে বেছে নেন। সম্প্রতি নতুন আলু বের হতে শুরু করেছে বাজারে। তবে গত বছর দুর্গা পুজোর সময় আলুর বাজার থাকলেও তারপর থেকে আলুর বাজার এ মন্দাই চলছে। আলুর দাম এতটাই কমে যায় যে আর অতিরিক্ত খরচ করে হিমঘর থেকে আলু বের করতে চাননি কৃষক এরা। চাষীদের অনেক লোকসান হয়েছিল সেই সময়। এবছর আলুর ফলন যথেষ্ট ভালো হলেও ঠিক মত দাম পাচ্ছেন না চাষীরা। তাই চিন্তায় পড়ে গিয়েছেন চাষীরা। এমন অবস্থায় সহায়ক মূল্যে আলু কিনতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এর ফলে চাষীদের মনে ক্ষীণ হলেও আশার আলো দেখা দিয়েছে।তারা মনে করছেন এবার কিছুটা হলেও আলুর বাজার তৈরি হতে পারে। ব্যাবসা হয়তো একটু চাঙ্গা হবে। রাজ্যের শস্য ভান্ডার নামে পরিচিত পূর্ব বর্ধমানে ও চাষীদের মুখে হাসি ফুটেছে এই খবরে। সম্প্রতি রাজ্যের কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে ,রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের ১১ টি জেলা তে কৃষকদের কাছ থেকে সাড়ে ছয় টাকা কেজি মূল্যে জ্যোতি আলু কিনবে সরকার। সরকার কৃষক দের থেকে মোট ১০ লক্ষ টন আলু কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই আলু কেনা হবে সরাসরি কৃষক দের কাছ থেকে। আলু ক্রয় এর কাজ চলবে ৭ ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত।একজন চাষী সর্বোচ্চ ২৫ কুইন্টাল বা ৫০ বস্তা আলু বিক্রি করতে পারবে রাজ্য সরকারকে। ইচ্ছুক চাষীদের তালিকা প্রকাশ করবে বিডিও।চাষীদের কিষান ক্রেডিট কার্ড ,কৃষক বন্ধু প্রাপকদের তালিকা ,জমির মালিকানা এর কাগজ ব্লক প্রশাসন পরীক্ষা করে হিমঘরে পাঠিয়ে দেবে ব্লক প্রশাসন। কৃষি দফতর সূত্রে জানা যাচ্ছে , হিমঘর মালিকেরা আলু কেনার জন্য প্রয়োজনীয় ঋণ নেবে সমবায় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে। এর ফলে চাষী রা কিছুটা লাভের মুখ দেখবে বলেই আশা করা হচ্ছে।

Journalist Name : Srimita Sasmal

Tags: