দেশে করোনা সংক্রমণ বাড়লেও স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ সংখ্যা

banner

#Pravati Sangbad Digital Desk:

ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। ফের ৩ হাজারের উপরে দেশের দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের হার বাড়ল প্রায় ২৫ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে আবারও দেশে ঊর্ধ্বমুখী করোনা সক্রিয় রোগীর সংখ্যা। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ৩ হাজার ২৭৫ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। শুক্রবার দেশে ৪ লক্ষ ৯৬ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
চলতি মাসের প্রথম থেকেই রাজধানী দিল্লিতে ক্রমবর্ধমান বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দেশবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টাতেও সেই একই ধারা বজায় থেকেছে দিল্লিতে। জানা যাচ্ছে, রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫৪ জন। দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দিল্লিতেই রয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে যখন প্রথম স্থানে অবস্থান রাজধানী দিল্লির, তখন মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য কেরল। এদিকে আবার মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৮৮ জন।
এদিকে আবার বাংলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। সেন্টিনাল সার্ভেতে যে তথ্য পাওয়া গিয়েছে তা উদ্বেগজনক। বসিরহাটে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেন্টিনাল সার্ভেতে দেখা গিয়েছে বসিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ১.০৬ শতাংশ বেড়েছে বসিরহাটের করোনা সংক্রমণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর এই চারটে জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশে করোনার বর্তমান হানার প্রতিরোধে কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News