প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল

banner

#Pravati Sangbad Digital Desk:

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঘোষিত হয়েছে মাধ্যমিকের ফল। শুক্রবার সকালেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ, প্রথম পর্বের পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল। করোনার পরে অফলাইনে হওয়া মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পড়ুয়া। এই বছর মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়ছে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল।তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও দুই পরীক্ষার্থী মালদহের কৌশিকী সরকার ও ঘাটালের রৌণক মণ্ডল তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯২। যদিও প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী রৌণক মণ্ডল এক নয়, কেবল নামের মিল রয়েছে দুই রৌণকের। ৬৯১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।৬৯০ নম্বর পেয়ে চতুর্থ অভিষেক দত্ত, অভীক দাশ, সাগ্নিক কুমার দে।। কলকাতার শ্রুতর্ষি ত্রিপাঠি ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন তিনি পাঠভবন স্কুলের পড়ুয়া। পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯। ৬ জন ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম হয়েছেন ১০ জন তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭। ২২ জন ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে। নবম হয়েছেন ১৫ জন তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। ৪০ জন ৬৮৪ পেয়ে দশম স্থান অধিকার করেছে এই বছর মাধ্যমিকে। ২০২২ এর পরীক্ষায় মেধাতালিকা নাম রয়েছে ১১৪জনের।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। যা ইঙ্গিত করে কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে। তবে সাফল্যে সামান্য পিছিয়ে ছাত্রীরা। এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। অন্যান্য বছরের মতো এবছরও পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বাধিক। ৯৭.৬৩ শতাংশ। এর পরেই রয়েছে কালিম্পং, উত্তরের এই রাজ্যে সাফল্যের হার ৯৪.২৭ শতাংশ। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.৬২ শতাংশ।কলকাতা এবার পাশের নিরিখে চতুর্থ স্থানে আছে, পাশের হার ৯৪.৩৬ শতাংশ।এরপরে যথাক্রমে রয়েছে ঝারগ্রাম(৯২.০৭ শতাংশ), উত্তর ২৪ পরগণা(৯১.৯৮ শতাংশ), দক্ষিণ ২৪ পরগণা(৯১.৯৮ শতাংশ), দক্ষিণ ২৪ পরগণায়(৮৯.৬১ শতাংশ),মালদা(৮৭.১১ শতাংশ)।

Journalist Name : SRIJITA MALLICK

Related News