আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

banner

#Pravati Sangbad Digital Desk:

আর মাত্র এক রাত, তারপরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ পূর্বেই ঘোষণা করেছে যে, ৩ জুন শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ। চলতি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮৬৩জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪জন।‌ ৪হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে। কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর পরিস্থিতির সামান্য উন্নতি হতেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও প্রতি ক্ষেত্রেই কঠোরভাবে মানা হয় কোভিড বিধি। এবার সেই কারণই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে। বোর্ড বলেছে যে মাধ্যমিক ফলাফল ঘোষণার মাত্র এক ঘন্টা পরে ফলাফলের লিঙ্ক ওয়েবসাইটগুলিতে সক্রিয় করা হবে।লিংক হল wbresults.nic.in সহ অন্যান্য ওয়েবসাইটগুলিতে দিন ১০ টায় ফলাফল দেখা যাবে। সকাল ১০টা থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণও শুরু হবে। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in-এ সক্রিয় থাকবে।

মোবাইল এসএমএসের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট WB১০ রোল নম্বর এবং পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া মোবাইল অ্যাপে WBBSE ফলাফলও দেখতে পারেন। গুগল প্লে স্টোর থেকে 'Madhyamik Results 2022' অ্যাপটি ডাউনলোড করতে হবে। বোর্ড জানিয়েছে যে মাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্রগুলি রাত ১০ টা থেকে বিতরণ করা হবে। সকল স্বীকৃত প্রতিষ্ঠানের প্রধান বা অনুমোদিত প্রতিনিধিরা ক্যাম্প অফিস থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। সংগ্রহের পরে, তাদের একই দিনে শিক্ষার্থীদের কাছে তাদের মার্কশিট এবং শংসাপত্রগুলি সরবরাহ করতে হবে।

Journalist Name : SRIJITA MALLICK

Related News