কলকাতা পৌরসভার উদ্যোগে এবার ক্যান্সার স্ক্রীনিং সেন্টার

banner

#Pravati Sangbad digital Desk:

ক্যান্সার, যে লোকের কোন ওষুধ নেই আবার বেশি স্টেজে ধরা পড়লে বাঁচানোর উপায়ও অনেক। রোগীদের রাজা এই ক্যান্সারে খরচ খুবই ব্যয়বহুল যার ফলেই মধ্যবিত্ত পরিবার নিঃস্ব হয়ে যায় এই চিকিৎসায়। এখন অবশ্য ওষুধের আবিষ্কারে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষায় সফলতা পাওয়া গেছে। তবে এই রোগ রাজার অসুখ হয়েই রয়ে গেছে। মুম্বাই বা ভেলোরে প্রচুর অর্থের বিনিময়ে উন্নতমানের চিকিৎসায় প্রদান করা হয়

 এবার খাস কলকাতাতে,  কলকাতা কলকাতা পৌরসভার নয়া উদ্যোগে প্রতিটি  বরোতে থাকা আরবান প্রাইমারি হেল্প সেন্টারে ক্যান্সার স্ক্রীনিং সেন্টার। মেয়র ফিরহাদ হাকিম জানান ইতিমধ্যে স্ক্রিনিং সেন্টার তৈরির জন্য এনওসি দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এই  সম্পর্কে বৃত্তান্ত বলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন কারোর বা ছোট্ট একটা টিউমার হয়েছে কিংবা কোন মহিলার বুকের কাছে একটি অংশে অস্বস্তিকর কিছু নিয়ে সমস্যা হচ্ছে। অনেকেই কম থাকতে এগুলোতে বিশেষ নজর দেয় না এবং সেটাই ভুল। পরবর্তীকালে এইরকম বিশাল আকার ধারণ করলে তখন তারা ছুটে যায় হাসপাতালে এবং তখন করার কিছুই থাকে না। তখন টিউমারটি ম্যালিগন্যান্ট থেকে অলরেডি ক্যান্সারের স্টেজ টুতে ঢুকে যায়। আশা করে যাচ্ছে এইসব ক্ষেত্রেই বিশেষ পরিমাণে কাজে দেবে এইসব স্ক্রিনিং সেন্টারগুলি। অল্পতেই ধরা পড়বে ক্যান্সার। আর এইসব স্ক্রিনিং সেন্টার থেকে কারোর ম্যালিগমেন্ট টিউমার বা ক্যান্সার ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে রেফার করা হবে সরকারি হাসপাতালে বা এমন কোন বড় বেসরকারি হাসপাতালে যেখানে স্বাস্থ্য সাথী প্রযোজ্য। এসব বেসরকারি হাসপাতাল গুলিতে এখন থেকে কোটা করে দশটি বেড রাখতে বলা হয়েছে যাতে স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার হওয়া রোগীদের সঙ্গে সঙ্গে এখানে ভর্তি করে নেওয়া হয়।

Journalist Name : sagarika chakraborty

Related News