আজ কলকাতা বইমেলার শুভ উদ্বোধন

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 0বছরের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর তার মধ্যে নতুন বছরের শুরুতেই বই উৎসবের আবহ বয়ে নিয়ে আসছে বইপ্রেমীদের জন্য। এই বছর কলকাতা বইমেলা শুরু ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার সময় বইপ্রেমীদের কথা মাথায় রেখে রবিবারেও ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখা হচ্ছে । সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১০৬-এর বদলে ১২০টি মেট্রো চলাচল করবে । সকাল ৬টা ৫৫-এর বদলে ৬টা ৫০ থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো চলবে । তাছাড়া থাকবে বাড়তি বাসও ।বইমেলা প্রসঙ্গে কিছুদিন আগেই দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কবিতা বিতান'-এর ইংরেজি অনুবাদ। এছাড়াও তাঁর ছোটদের জন্য লেখা বই এবং বেশকিছু রাজনৈতিক প্রবন্ধের বইও প্রকাশ পেতে চলেছে বইমেলায়। মঙ্গলবার দিল্লির বৈঠক থেকে এমনটাই জানালেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।
ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ১১২টি বই প্রকাশ পেয়েছে বইমেলায়। তিনি নির্দিষ্ট সংখ্যা না জানালেও এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু বই প্রকাশ পাচ্ছে বলেও জানান গিল্ড সভাপতি। এদিকে এবারের কলকাতা বইমেলায় বাংলাদেশের ৭১ জন প্রকাশক যোগ দেবেন। বাংলাদেশের জন্য আলাদা প্যাভিলিয়ন থাকবে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিববাবু জানিয়েছে, বইমেলার সবচেয়ে বড় প্যাভিলিয়ন বাংলাদেশকেই দেওয়া হয়। বইমেলায় অন্যবারের মতো রাশিয়া আছে। আছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা, অন্য ল্যাটিন অ্যামেরিকার দেশগুলি। থাইল্যান্ড এই প্রথমবার কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে বলে জানান সংগঠক সুধাংশু দে। এবারের বইমেলার প্রতিটি অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সপ্তদশ শতাব্দীর প্রাচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে আলাদা প্রদর্শনী করবে এশিয়াটিক সোসাইটি। এমনটাই জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মোট ২০টি দেশ এবারের মেলায় অংশগ্রহণ করছে । ৯৫০টি বইয়ের স্টল থাকছে মেলা প্রাঙ্গণে । উদ্বোধনের দিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজীবন কৃতি সম্মান দেওয়া হবে। এছাড়াও রয়েছে নানা অনুষ্ঠান। জানা গিয়েছে, এবারের বইমেলাতে রেকর্ড সংখ‌্যক ছোট প্রকাশক স্টল দিচ্ছেন। নতুন প্রকাশক রয়েছেন ৬৮ জন ।
তথ্য সূত্র থেকে জানা গেছে, এই বছর নতুন কিছু বই যুক্ত হবে। এই নিরলস সাহিত্যচর্চার জন্য ইতিমধ্যেই বাংলা আকাদেমি পুরস্কারও পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে। সেই কাব্যগ্রন্থই এবার বইমেলায় ইংরেজিতে আসতে চলেছে। এছাড়াও ছোটদের জন্য তাঁর লেখা বইও আসছে এই বইমেলায়। সমকালীন নানা ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের বইও লিখেছেন তিনি।

Journalist Name : Aparna Dutta

Tags: